বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Hooghly BJP leader beaten: বিজেপি কর্মীকে মারধর, স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

Hooghly BJP leader beaten: বিজেপি কর্মীকে মারধর, স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। প্রতীকী ছবি।

আক্রান্ত বিজেপি কর্মী এলাকায় একাধিক সংগঠনের দায়িত্ব রয়েছেন। এর আগেও তাঁকে বিজেপি না করার জন্য হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয় এবং তাঁকে বাড়ি থেকে টেনে বার করে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। 

পঞ্চায়েত ভোটের আগে আক্রান্ত বিজেপি কর্মী। পাশাপাশি বিজেপি কর্মীর স্ত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুলে। ইতিমধ্যেই ঘটনায় মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি কর্মী। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে শাসকদলের বিরুদ্ধে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

অভিযোগ, আক্রান্ত বিজেপি কর্মী এলাকায় একাধিক সংগঠনের দায়িত্ব রয়েছেন। এর আগেও তাঁকে বিজেপি না করার জন্য হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয় এবং তাঁকে বাড়ি থেকে টেনে বার করে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর বৃদ্ধ মা এবং স্ত্রী। বিজেপি কর্মীর অভিযোগ, সংগঠন করার জন্যই তাঁকে মারধর করা হয়েছে। তাঁর অভিযোগ, ‘আমাকে মারধর করা হয়েছে। আমাকে বাঁচাতে গিয়ে আমার মা এবং স্ত্রী আক্রান্ত হয়েছেন। এমনকী আমার স্ত্রীর জামা কাপড় টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে।’

এই ঘটনার পরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। স্থানীয় বিজেপি নেতার অভিযোগ, ‘আমাদের দলীয় কর্মীকে মারধর করা হয়েছে। মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখানো হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। আমরা এই ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি চাই।’ তৃণমূলের গুন্ডারা এই ঘটনার সঙ্গে জড়িত বলে তাঁর অভিযোগ। অন্যদিকে, এই ঘটনাকে গোষ্ঠী কোন্দল বলে দাবি করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতার বক্তব্য, ‘বিজেপির ছেলেরা সব সময় এলাকা উত্তপ্ত করার চেষ্টা করে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিজেপি নিজেদের মধ্যে ঝামেলা করেছে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন