বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Nandigram: নন্দীগ্রামে বিজেপির মণ্ডল সভাপতি–সহ কর্মীদের গণইস্তফা, যোগ দেবেন কি তৃণমূলে?‌

Nandigram: নন্দীগ্রামে বিজেপির মণ্ডল সভাপতি–সহ কর্মীদের গণইস্তফা, যোগ দেবেন কি তৃণমূলে?‌

বিজেপির সংগঠনে ব্যাপক ভাঙন (PTI)

এবার সরাসরি নেতৃত্বের উপর ক্ষোভ প্রকাশ করে দল ছাড়লেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম মণ্ডল–৪ এর বিজেপি সভাপতি চন্দ্রকান্ত মণ্ডল এবং কমিটির একাধিক সদস্যরা। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই দল ছাড়ার ঘটনায় চাপে পড়ে গিয়েছে জেলা নেতৃত্ব। যদি এভাবে উইকেট পতন হতে থাকে তাহলে সংগঠন বলে আর কিছু থাকবে না।

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে খোদ বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্রে রক্তক্ষরণ শুরু হয়ে গেল। বিজেপির সংগঠনে ব্যাপক ভাঙন দেখা গেল শনিবারের বারবেলায়। শুভেন্দু অধিকারীর খাসতালুকে বিজেপি থেকে গণইস্তফা দিতে শুরু করলে বিজেপি নেতা থেকে কর্মীরা। এমনকী গেরুয়া শিবির ছাড়লেন নন্দীগ্রামের মণ্ডল সভাপতি–সহ একাধিক কর্মীরা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ঘাম ছুটে গিয়েছে বিজেপি জেলা নেতৃত্বের। কারণ পঞ্চায়েত নির্বাচন এখন দুয়ারে। সেখানে এমন করে দল বেঁধে দল ছেড়ে দিলে নির্বাচনে ব্যাপক প্রভাব পড়বে।

কেন বিজেপি ছাড়লেন নেতা–কর্মীরা?‌ সূত্রের খবর, এবার সরাসরি নেতৃত্বের উপর ক্ষোভ প্রকাশ করে দল ছাড়লেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম মণ্ডল–৪ এর বিজেপি সভাপতি চন্দ্রকান্ত মণ্ডল এবং কমিটির একাধিক সদস্যরা। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই দল ছাড়ার ঘটনায় চাপে পড়ে গিয়েছে জেলা নেতৃত্ব। কারণ এটি স্বয়ং বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্র। এখানেই যদি এভাবে উইকেট পতন হতে থাকে তাহলে সংগঠন বলে আর কিছু থাকবে না। এই পরিস্থিতিতে আবার তাঁদের কাছে গিয়ে বোঝানোর হবে কিনা ভাবনাচিন্তা চলছে।

আর কী জানা যাচ্ছে?‌ আজ, শনিবার তমলুক সাংগঠনিক জেলার সভাপতিকে ইস্তফাপত্র পাঠিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তাঁরা। সূত্রের খবর, বিজেপি ছাড়ার পর চন্দ্রকান্ত মণ্ডল নিজের দলবল নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। তাঁর সঙ্গে একাধিক কর্মীরাও তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চান। সেক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচনের আগে এখানে আরও সংগঠন শক্তিশালী হবে তৃণমূল কংগ্রেসের। যা কপালে ভাঁজ ফেলবে শুভেন্দু অধিকারীর বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তাই সেখানে আলোচনা শুরু হয়েছে।

ঠিক কী লেখা হয়েছে চিঠিতে?‌ দলত্যাগের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার রাজনীতিতে। কারণ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধী দলনেতার খাসতালুকে এই ভাঙনে যথেষ্ট চাপের মুখে পড়তে চলেছে বিজেপি। তমলুক সাংগঠনিক জেলার সভাপতিকে দেওয়া ইস্তফাপত্রে লেখা হয়েছে, ‘আপনাকে দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি, আমার মণ্ডলে ভারতীয় জনতা পার্টির সাংবিধানিক পদ্ধতি না মেনে মণ্ডল যেভাবে বিভাজন করা হল, তাতে আমার মনে হয় আমার এই পদে আর থাকা ঠিক হবে না। আমার কমিটির সকলেও একই সিদ্ধান্ত নিয়েছে। তাই মহাশয় আমরা সকলে সমস্ত পদ থেকে ইস্তফা দিচ্ছি।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

‘‌অমিত শাহ একজন গুণ্ডা দাঙ্গাবাজ’‌, কর্নাটক মুখ্যমন্ত্রীর ছেলের আক্রমণে তোলপাড় ওখান থেকেও আয় হয়…হলফনামায় দাবি জলপাইগুড়ির BJP প্রার্থীর, জনতার চোখ ছানাবড়া! কোথায় দ্বন্দ্ব? গম্ভীর-কোহলি ভাই-ভাই! চিন্নাস্বামী অবাক উলটপুরাণ দেখে- ভিডিয়ো 'পরীক্ষা'-র মুখে বসল রুবি-বেলেঘাটা মেট্রো! ট্রায়াল রানের কেবিন থেকে ভিডিয়ো দেখুন ৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.