বিজেপি নেতাকে জেলে ভরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ খুন করতে চাইছে। এমন অভিযোগ তুলে রাজ্য–রাজনীতি সরগরম করতে চাইলেন প্রাক্তন বিজেপি সাংসদ। অথচ বারবার ডাকা সত্ত্বেও এবং বাড়িতে এসে নোটিশ দিয়ে গেলেও দেখা করেননি তিনি। বাধ্য হয়ে পুলিশকেই ওই বিজেপি নেতার বাড়িতে আসতে হয়। হ্যাঁ, তিনি প্রাক্তন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনিই এবার বড় অভিযোগ আনলেন পুলিশের বিরুদ্ধে। তাঁকে পুলিশ খুন করার চক্রান্ত করছে বলেও তাঁর দাবি। কদিন আগেই বিজেপি নেতা তথা প্রাক্তন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। সেই এফআইআরের ভিত্তিতে পুলিশ তাঁর বাড়িতে নোটিশ পাঠায়। কিন্তু সেই নোটিশে সাড়া দেননি অর্জুন সিং।
এই সাড়া না দেওয়ায় তাঁর বাড়িতে হাজির হন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং জগদ্দল থানার পুলিশ অফিসাররা। জগদ্দল থানায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি শুক্রবার পুলিশের সামনে উপস্থিত হননি। অর্জুন সিং বাড়িতে থাকবেন না বলেই চিঠি দিয়েছিলেন। আগামী ২ জানুয়ারি পর্যন্ত তিনি থানায় যেতে পারবেন না বলে আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে দিয়েছিলেন পুলিশের কাছে। তখন আগামী ৩ জানুয়ারি দেখা করতে বলা হয়। এই বিষয়েও অর্জুন সিং আইনজীবীর চিঠি পাঠান। তার পর আবার রাতে তাঁকে ইমেল করে শনিবার বিকেল ৫টায় দেখা করতে বলা হয়েছে।
আরও পড়ুন: পুলিশ অফিসারের স্ত্রীর রহস্যমৃত্যু হাওড়ায়, পাশের ঘরে পড়ে রয়েছে অচৈতন্য দুই ছেলে
আরও পড়ুন: অর্জুন সিংয়ের বাড়িতে হাজির গোয়েন্দা পুলিশ, মজদুর ভবনে হানার নেপথ্য কারণ কী?
সম্প্রতি মুখ্যমন্ত্রীকেও নিশানা করেছিলেন অর্জুন সিং। এমনকী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খুনের আশঙ্কায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়–সহ রাজ্য পুলিশের সঙ্গে জেহাদিদের যোগ থাকার অভিযোগ তোলেন এই বিজেপি নেতা। তারপরই বাড়িতে এল পুলিশ। এবার দ্বিতীয় ইমেল পেতেই ক্ষোভ উগরে দিলেন অর্জন সিং। তিনি আজ, শনিবার সংবাদমাধ্যমে বলেন, ‘দেখা করার নাম করে ডেকে আমাকে মিথ্যে মামলায় গ্রেফতার করতে পারে। আসলে জেলের মধ্যে ঢুকিয়ে আমাকে খুন করার চক্রান্ত করছে পুলিশ।’
বর্ষশেষের প্রাক্কালে এমন বড় অভিযোগ তোলায় রাজ্য–রাজনীতি সরগরম হয়ে উঠেছে। ভাটপাড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি অর্জুন সিংয়ের তোলা অভিযোগের বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রাক্তন বিজেপি সাংসদকে তলব করা হয়েছিল। কিন্তু পুলিশের সঙ্গে হাইড অ্যান্ড সিক খেলছেন অর্জুন সিং বলে দাবি তৃণমূল কংগ্রেসের। তবে অর্জুনের নয়া অভিযোগের জেরে চরম কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোমনাথ শ্যাম। তৃণমূল কংগ্রেস বিধায়কের বক্তব্য, ‘লোকসভা নির্বাচনে হেরে গিয়ে অর্জুন সিং পাগল হয়ে গিয়ে প্রলাপ বকছে। ও যা করছে, তাতে এরপর জেলে নয়, জনগণ ওকে পাগলাগারদে ভরে দেবে।’