বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > হালিসহরে BJP নেতার ওপর তৃণমূলি হামলার অভিযোগ, আক্রান্তকেই তুলে নিয়ে গেল পুলিশ

হালিসহরে BJP নেতার ওপর তৃণমূলি হামলার অভিযোগ, আক্রান্তকেই তুলে নিয়ে গেল পুলিশ

প্রতীকি ছবি

বিজেপি নেতা গণেশবাবুর দাবি, শনিবার রাতে হালিসহরের বলদেঘাটায় তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে তৃণমূলি দুষ্কৃতীরা।

নৈহাটি পুরসভার বিদায়ী পুরপ্রধান গণেশ দাসের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গণেশবাবুর দাবি, থানায় অভিযোগ করায় তার ওপর হামলা হয়। ওদিকে অভিযুক্তদের গ্রেফতার করার পরিবর্তে তাঁকেই আটক করে নিয়ে যায় পুলিশ ।

বিজেপি নেতা গণেশবাবুর দাবি, শনিবার রাতে হালিসহরের বলদেঘাটায় তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে তৃণমূলি দুষ্কৃতীরা। যদিও রক্ষা পান তিনি। তিনি জানিয়েছেন, ওই রাতে বীজপুরের বালিভাড়া এলাকায় এক বিজেপি সমর্থকের ওপর হামলা চালায় তৃণমূল। অভিযোগ জানাতে কয়েকজন আক্রান্তকে নিয়ে থানায় যান তিনি। পুলিশে অভিযোগ দায়ের করে ফেরার পথে তাঁর গাড়ির ওপর বোম মারে তৃণমূলি দুষ্কৃতীরা। যদিও তাঁর কোনও ক্ষতি হয়নি।

গণেশবাবুর দাবি, এর পর অভিযুক্তদের ধরার বদলে গভীর রাতে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। বেশ কিছুক্ষণ থানায় বসিয়ে রেখে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, আটক নয়, গণেশবাবুকে উদ্ধার করে থানায় আনা হয়েছিল। তাঁর ওপর হামলার খবর পেয়ে তাঁকে উদ্ধার করে পুলিশ। 

বন্ধ করুন