প্রকাশ্য সভায় তৃণমূল নেতা কর্মীদের হুমকি দিয়ে এবার বিতর্কে জড়ালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির নছিপুরে একটি সভায় যোগ দিয়ে তৃণমূল নেতা কর্মীদের বাবা-মায়ের কোল খালি করে দেওয়ার হুমকি দিয়েছেন বিজেপির মেদিনীপুরের সংসদ। তার এই হুমকির পরেই বিতর্ক শুরু হয়েছে। পাল্টা এ নিয়ে দিলীপ ঘোষকে কটাক্ষ করেছে তৃণমূল নেতারা।
ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?
দিলীপ ঘোষ তৃণমূল নেতাদের হুঁশিয়ারি করে বলেছেন, ‘বিজেপি নেতার গাড়ির সামনে ভুলেও চলে আসবেন না। তাহলে গাড়ি উপর দিয়ে চলে গেলে বাবা-মায়ের কোল খালি হয়ে যাবে। বিজেপির গাড়ির সামনে আসার আগে জীবন বিমা করিয়ে রাখুন।’ শুধু এখানেই থেমে থাকেননি দিলীপ ঘোষ। আরও বিভিন্ন বিষয় নিয়ে তিনি রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছেন। দুর্নীতির প্রতিবাদে এদিন নছিপুরে এই প্রতিবাদ সবার আয়োজন করেছিল বিজেপি। তবে সেই সভা মঞ্চে আসার আগে বিজেপি কর্মী সমর্থকদের গাড়ি আটকানো হয় বলে অভিযোগ। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘বিজেপি এত বড় দল হওয়া সত্বেও কখনও কারও সভায় বাধা দেয়নি। কারও আস্তা আটকায়নি।’ মানুষ বিজেপিকে ভোট দেবে বলেই আশাবাদী দিলীপ ঘোষ।
নিয়োগে দুর্নীতি প্রসঙ্গে এ দিন তৃণমূল নেতাদের ‘চোর’ বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘তৃণমূলের উপর থেকে নিচে পর্যন্ত সবাই পকেটমার চোর, সমাজবিরোধী, দুষ্কৃতী। ওদের চেহারার মধ্যে লেখা রয়েছে চোর। কেউ গরু চোর, কেউ বালি চোর।’ দিলীপ ঘোষের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। কেশিয়াড়ির তৃণমূল বিধায়ক পরেশ মুর্মু বলেন, ‘দিলীপ ঘোষ বীমার এজেন্ট হলে আমি ওনার কাছে বীমা করব। সাহস থাকলে উনি পঞ্চায়েত ভোটে দাঁড়ান। তাহলেই বোঝা যাবে মানুষ কাকে চায়।’