আসানসোল কম্বল কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল জিতেন্দ্র তিওয়ারিকে। অবশেষে ২২ দিন পর শর্তসাপেক্ষে জামিন পেলেন আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। আজ, সোমবার ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। তাঁকে একাধিক শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। তবে কলকাতা হাইকোর্টের শর্ত অনুযায়ী, জামিন পেলেও আসানসোলে ফিরতে পারবেন না প্রাক্তন মেয়র।
এদিকে গত ১৮ মার্চ কম্বল কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল জিতেন্দ্র তিওয়ারিকে। তার পর তিনি পুলিশ হেফাজতে ছিলেন। সেখান থেকে প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তবে নানা শর্ত দিয়ে গ্রেফতারির ২২ দিনের মাথায় আজ সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ তাঁকে জামিন দিয়েছেন। আর তিনটি শর্ত এবং ৫০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন বিজেপি নেতা।
আর কী জানা যাচ্ছে? অন্যদিকে গত ডিসেম্বর মাসে আসানসোলে আয়োজিত একটি কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনায় অভিযুক্ত জিতেন্দ্র তিওয়ারি। পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছিল। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শুভেন্দু অধিকারী। এই ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র ও তাঁর স্ত্রী তথা কাউন্সিলর চৈতালি তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মৃতের পরিজনরা। গ্রেফতার হওয়া এড়াতে আদালতে যান তিওয়ারি দম্পতি। নিম্ন আদালতে রাজ্যের যুক্তির কাছে হেরে গিয়েছিলেন তিওয়ারি দম্পতির আইনজীবী। তখন কলকাতা হাইকোর্টে যান তাঁরা। সেখানে রক্ষাকবচ পেলেও তার মেয়াদ শেষ হয়ে যায়। তখন গত ১৮ মার্চ নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়ে থেকে জিতেন্দ্রকে গ্রেফতার করে পুলিশ।
তিনটি শর্ত ঠিক কী? কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তিনটি শর্ত দিয়েছে জিতেন্দ্র তিওয়ারিকে। আর সেগুলি হল— এক, আপাতত আসানসোল এলাকায় ঢুকতে পারবেন না বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। দুই, যেখানে থাকবেন সেখানের সংশ্লিষ্ট থানায় সপ্তাহে একদিন হাজিরা দিতে হবে তাঁকে। তিন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে, সেই ঘটনার সঙ্গে জড়িত সাক্ষীদের হুমকি দেওয়া যাবে না। সুতরাং এখন জিতেন্দ্রর পরবর্তী পদক্ষেপ কি হয় সেটাই দেখার।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup