বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Jitendra Tiwari: দুর্গাপুরে ভয়াবহ বিস্ফোরণের অভিযোগে NIA তদন্তের দাবি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির

Jitendra Tiwari: দুর্গাপুরে ভয়াবহ বিস্ফোরণের অভিযোগে NIA তদন্তের দাবি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির

জিতেন্দ্র তিওয়ারি। ফাইল ছবি

সূত্রের খবর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের সীমানা ভিমগড় ব্রিজের কাছে একটি বাড়িতে এই বিস্ফোরণ ঘটেছে। বিজেপির অভিযোগ, ওই বাড়িতে প্রচুর পরিমাণে বৌমা মজুদ ছিল। কোনওভাবে তাতে বিস্ফোরণ ঘটে। এরফলে আশপাশে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগেই পাণ্ডবেশ্বরের শ্মশানঘাট চত্বরে ভয়াবহ বিস্ফোরণের অভিযোগ উঠেছে। ঘটনায় এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও পুলিশের দাবি কোনও বিস্ফোরণ হয়নি। তবে বিজেপির দাবি সেখানে যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই বাড়িটি কার্যত ধুলিস্যাৎ হয়ে গিয়েছে। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।

সূত্রের খবর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের সীমানা ভিমগড় ব্রিজের কাছে একটি বাড়িতে এই বিস্ফোরণ ঘটেছে। বিজেপির অভিযোগ, ওই বাড়িতে প্রচুর পরিমাণে বৌমা মজুদ ছিল। কোনওভাবে তাতে বিস্ফোরণ ঘটে। এরফলে আশপাশে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, পঞ্চায়েতে অশান্তি ছড়ানোর জন্যই এই বোমা মজুদ করা হয়েছিল। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপের আবেদন জানাবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন।

গত গতকাল যেখানে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ছিল সেখান থেকে ২০ থেকে ২৫ কিলোমিটার দূরে এই বিস্ফোরণ ঘটেছে। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এই অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ তুলেছেন। যদিও দুর্গাপুর পুলিশ কমিশনারেট ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সেখানে কোনও বিস্ফোরণ ঘটেনি বলে তিনি জানান।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানাতে জনজোয়ার মুম্বইতে, বাতিল সব অনুষ্ঠান, আসবেন শাহও ১৫ নভেম্বর থেকে মার্গী হবেন শনি, সুযোগ হবে হাতছাড়া, ৩ রাশিকে থাকতে হবে সতর্ক সুজনের ‘মৃতার ডায়েরি’দেখে ছবি আঁকলেন সমীর আইচ, বিক্রির টাকা গেল অনশন মঞ্চে জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার 'কর্মবিরতিতে' প্রাইভেট হাসপাতালের চিকিৎসকরা ‘সহ্য় করা কঠিন…’! স্ত্রী-সন্তান না থাকায় ‘একা’ লাগত, সিমিকে জানান রতন টাটা ইমেল ডাউনলোড করবেন কিন্তু কীভাবে করতে হয়? জেনে নিন পদ্ধতি জাপানে পড়াশোনায় ইচ্ছুক? ভিসা পাবেন খুব সহজে, জেনে নিন আরও বেশি করে Gold Loan নিচ্ছেন গ্রাহকরা, তাহলে RBI চিন্তিত কেন? নুন থেকে IT,১০ সেক্টরে ৩০ সংস্থা; টাটা গোষ্ঠীর অধীনে কোন কোন কোম্পানি আছে জানেন? Walking Benefits: দুপুরের লাঞ্চের পর ১০০ কদম হাঁটাই যথেষ্ট!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.