বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 'বিজেপির কোনও মমতা নেই', এবার মুখ্যমন্ত্রীর বন্দনা জয় বন্দ্যোপাধ্যায়ের গলায়

'বিজেপির কোনও মমতা নেই', এবার মুখ্যমন্ত্রীর বন্দনা জয় বন্দ্যোপাধ্যায়ের গলায়

জয় বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের গলায়।

বিধানসভা ভোটে ২০০-র স্পপ্ন দেখে ৭৭-এই থেমে যেতে হয়েছিল বিজেপিকে। এরপর থেকে ১-২টো করে আসন কমেছে বিজেপির। গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলের নাম লিখিয়েছেন মুকুল রায়। গতকালই ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। আর এরই মাঝে বিজেপিতে যোগ দেওয়া বহু নেতা বেসুরো হয়েছেন। রাজীব বন্দ্যোপাধ্যায়, সোনালী গুহর মতো নেতারা ঘাসফুল শিবিরে ফিরতে চেয়ে আবেদন করেছেন। আর এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের গলায়।

তন্ম ঘোষের দলত্যাগ প্রসঙ্গে জয় বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে বিজেপি নেতা সংবাদমাধ্যমকে বলেন, 'বিজেপির যে হোমওয়ার্ক করে না বা এই বিষয়ে কোনও ধারণা নেই তা ফের প্রমাণিত হল। তন্ময় ঘোষ তৃণমূলেরই ছিলেন। ভোটের আগে কেন তাঁকে বিজেপিতে নেওয়া হয়েছিল? সঙ্গে সঙ্গে প্রার্থীও করা দেওয়া হয় তাঁকে। জিতেও গেলেন। কিন্তু ফল প্রকাশের সাড়ে তিনমাসেই ডিগবাজি খেলেন।' এদিন সৌমিত্র খাঁকেও খোঁচা দিতে ছাড়েননি জয়। বলেন, 'বিষ্ণুপুরে আমাদের এক নেতা আছেন, তিনি সব দলেই ছিলেন। ওনার নাকি অগাধ জ্ঞান। উনিও কোনও ধারণাই করতে পারেননি যে এমনটা হবে।'

এরপরই তাঁর গলায় মমতার সুখ্যাতি শোনা গেল। তিনি বলেন, 'ভোটের আগে একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া সব অযোগ্য তৃণমূল নেতারা বিজেপিতে এসেছেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় শক্ত হাতে নিজের দলের পরিস্থিতি সামলেছেন। কিন্তু বিজেপিকে মনে রাখতে হবে আমাদের দলে কোনও মমতা বন্দ্যোপাধ্যায় নেই। কেন্দ্রীয় নেতাদের কাছে আমার আবেদন, রাজ্যে যাতে ভালো নেতা পাঠানো হয়। এখানকার নেতারা তোষামোদ ছাড়া কিছু বোঝেন না। অযোগ্য লোকেরা দায়িত্ব পাচ্ছেন। এভাবে চলতে পারে না। অবিলম্বে আমাদের যোগ্য ব্যাক্তিদের খুঁজে বের করতে হবে।'

 

বাংলার মুখ খবর

Latest News

প্রথম অভিযোগ এনেছিলেন তিনিই, অরিন্দম সাসপেন্ড হতেই রূপাঞ্জনা বললেন, ‘দরকারে…’ ‘‌গোটা দেশ এই ঘটনায় উদ্বিগ্ন’‌, আরজি কর হাসপাতাল কাণ্ডে মুখ খুললেন মোহন ভাগবত ছুটে আসছে ট্রেন, রেল লাইনে রাখা গ্যাস সিলিন্ডার! পরিকল্পনা করে ‘দুর্ঘটনার ছক’ আজ জিতলেই ম্যানোলোর কোচিংয়ে প্রথম Intercontinental Cup জিতবে ভারত, সামনে সিরিয়া… ৫১টি স্কুলের প্রাক্তনীরা আরজি করের বিচারের দাবিতে গেলেন গড়িয়াহাট থেকে রাসবিহারী 'মেয়ে বাড়ি ফিরুক, চান তো?', ‘প্রশ্নফাঁস’ নিয়ে বলায় MBBS কলেজের অধ্যক্ষকে হুমকি নেশনস লিগে বড় জয় স্পেনের! জিতল ক্রোয়েশিয়াও! আজ মাঠে নামছে দুই বিশ্বচ্যাম্পিয়ন… ‘‌মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করুন’‌, ইডিকে চিঠি লিখে দাবি বিজেপি সাংসদের ‘মেরুদণ্ড বহু মানুষের থেকে বেশি সোজা’, মিছিলে ৯৫এর বৃদ্ধা,ভিডিয়ো শেয়ার সুদীপ্তার 'দখলের রাতে' এবার রব উঠল 'জস্টিস ফর কোন্নগর', কিন্তু মশাল হাতে ওরা কারা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.