বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mithun Chakraborty: ‘‌দেশের সেরা দশজন রাজনীতিবিদদের মধ্যে একজন মমতা’‌, মন্তব্য মিঠুনের

Mithun Chakraborty: ‘‌দেশের সেরা দশজন রাজনীতিবিদদের মধ্যে একজন মমতা’‌, মন্তব্য মিঠুনের

মিঠুন চক্রবর্তী।

রাজ্য সরকারকে নানা ভাবে আক্রমণ করছেন। তবে তারই মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের ১০জন রাজনীতিবিদদের মধ্যে একজন বলে মন্তব্য করেছেন তিনি। তবে এই সব মন্তব্য তিনি করেছেন একটি সংবাদমাধ্যমে। সেটাই এখন ছড়িয়ে পড়েছে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্যে।

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ময়দানে নামানো হয়েছে মিঠুন চক্রবর্তীকে। এখন তিনি জেলা সফর শুরু করেছেন। রাজ্য সরকারকে নানা ভাবে আক্রমণ করছেন। তবে তারই মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের ১০জন রাজনীতিবিদদের মধ্যে একজন বলে মন্তব্য করেছেন তিনি। তবে এই সব মন্তব্য তিনি করেছেন একটি সংবাদমাধ্যমে। সেটাই এখন ছড়িয়ে পড়েছে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্যে।

ঠিক কী বলেছেন মিঠুন?‌ এদিন তিনি গিয়েছিলেন জেলা সফরে। সেখানে এক সংবাদমাধ্যমকে নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ‘‌দেশের সেরা দশজন রাজনীতিবিদদের মধ্যে একজন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় চার–পাঁচটা এমন মাস্টারস্ট্রোক মেরেছেন, যেগুলি বিজেপি, কংগ্রেস, সিপিএম, কেউই বুঝতেই পারেনি। অভিষেকও খুব ভাল বক্তা। দারুন বক্তব্য রাখেন। শ্রোতাদের আটকে রাখতে পারেন।’‌ এই মন্তব্যই এখন চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

কতজন তৃণমূল কংগ্রেস বিধায়ক মিঠুনের সঙ্গে যোগাযোগ রাখছেন?‌ এই বিষয়ে সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে আবার মিঠুন দাবি করেন, ‘‌২১ জন নন। আরও বেশি তৃণমূল কংগ্রেস বিধায়ক যোগাযোগ রাখছেন। আমি চাইলেই নাম বলতে পারি। তার যথাযোগ্য প্রমাণও রয়েছে। কিন্তু আমি ব্যাক–আপ ছাড়া কথা বলি না। তাঁরা আছেন এবং স্ট্রংলি আছেন। এঁদের সুরক্ষার কথা মাথায় রেখে এখন কিছু বলব না।’‌

কী বার্তা দিয়েছেন গ্রামের মানুষজনকে?‌ বৃহস্পতিবার বাঁকুড়ায় সাংগঠনিক সভা করেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন তিনি। আর সভা থেকে তিনি বলেন , ‘‌কী পাওনি বলো। ঘর পাওনি? ঘর পাবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় সবাই ঘর পাবে। পয়সা স্থগিত করা হয়েছে। আটকে রাখা হয়নি। তুমি কি তৃণমূলের কোনও মামি, কাকি, কেউ নয়? তাহলে তো মুশকিল আছে। ঘর পেতে গেলে আগে তৃণমূলের মামি, কাকি, মাসি, ভাইপো, ভাইঝি হতে হবে। তবে এই পঞ্চায়েতে যদি তৃণমূলের জায়গায় বিজেপি আসে, তাহলে প্রথম ঘর তোমার।’‌

বন্ধ করুন