হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায় হত্যায় নিলয় সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল সিআইডি। তাঁর নাম পুলিশের উদ্ধার করা তথাকথিত সুইসাইড রয়েছে বলে দাবি তদন্তকারীদের।
মঙ্গলবার ইংরেজ বাজার থেকে নিলয়কে আটক করেছিল স্থানীয় পুলিশ। এর পর তাঁকে সিআইডির হাতে তুলে দেওয়া হয়। বুধবার তাঁর গ্রেফতারি দেখায় সিআইডি। এর পর পেশ করা হয় আদালতে। রায়গঞ্জ আদালতের বিচারক তাঁকে ১০ দিনের তদন্তকারী সংস্থার হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
এছাড়া পুলিশ মাবুদ আলি নামে আরেক ব্যক্তিকে খুঁজছে। তার নামও উদ্ধার হওয়া তথাকথিত সুইসাইড নোটে রয়েছে বলে দাবি পুলিশের। সিআইডির এক আধিকারিক জানিয়েছেন, ‘ধৃতকে জেরা করা হচ্ছে। আরেক জনের খোঁজে জোর তল্লাশি চলছে।’
সোমবার কাকভোরে হেমতাবাদে রাস্তার পাশে বন্ধ দোকানের চালা থেকে ঝুলতে দেখা যায় স্থানীয় বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে। পুলিশের দাবি, তাঁর পকেট থেকে সুইসাইড নোট মিলেছে। মঙ্গলবার বিধায়কের দেহের ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যায়, গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে দেবেন্দ্রনাথ রায়ের। তবে দেবেনবাবু নিজেই ফাঁস লাগিয়েছেন, না তাঁকে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে তা জানাতে পারেনি ময়নাতদন্তের রিপোর্ট।