কয়েকদিন আগেই বাঁকুড়ায় পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বিপাকে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অশোক স্তম্ভ নিয়ে বিতর্কিত মন্তব্য করে নির্বাচন কমিশনের রোষানলে পড়েন তিনি। তবে এবার ফের একবার সুকান্তর নিশানায় পুলিশ। একেবারে ভিডিয়ো পোস্ট করে কলকাতা পুলিশের এক অফিসারের দিকে আঙুল তুলেছেন সুকান্ত। বিজেপি সাংসদের অভিযোগ, সেই পুলিশকর্মী তৃণমূলকে সমর্থন করার কথা বলছেন জনসমক্ষে। এই আবহে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দেন সুকান্ত। (আরও পড়ুন: Jharkhand Vote Live: ঝাড়খণ্ডের ভোটে ইস্যু 'বাংলাদেশ', JMM-BJP লড়াইয়ে এগিয়ে কে?)
আরও পড়ুন: WB By-Election Live: বুথের সামনে তৃণমূলের দেওয়াল লিখন! ভোট শুরু হতেই মুছল কমিশন
ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে সুকান্ত লেখেন, 'অবিশ্বাস্য! কলকাতা পুলিশের সিনিয়র অফিসার বাপ্পাদিত্য নস্কর প্রকাশ্যে শাসক তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন। উল্লেখ্য, তিনি নিজে একজন টিএমসি বিধায়কের ছেলে। সমস্যায় থাকা টিএমসি কর্মীদের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন সেই পুলিশ অফিসার। পশ্চিমবঙ্গ পুলিশের নিরপেক্ষতা কোথায়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাব কতটা গভীরভাবে ছড়িয়ে পড়েছে যে কর্মকর্তারা এখন প্রকাশ্যে শাসক দলের পাশে দাঁড়িয়ে আছেন? এই ধরনের পক্ষপাতিত্বই প্রমাণ করে দেয় যে কীভাবে অনুগতদের ব্যবহার করে রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের ভয় দেখানো হয়।' (আরও পড়ুন: অবশেষে সরকারি কর্মীদের বাড়ল ডিএ, ৩-৪ নয়... একলাফে ৭% বাড়ল মহার্ঘ ভাতা)
এদিকে পোস্ট করা ভিডিয়োতে মঞ্চে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, 'আপনারা আপনাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্যে যা যা করণীয় তা করবেন। আমাদের সবারই একটাই লক্ষ্য, মা মাটি মানুষের সরকারের একটাই লক্ষ্য, জনগণের উন্নয়ন। যতদিন আপনারা চাইবেন, ততদিন আমরা আপনাদের পাশে আছি। সেটা রাজনৈতিক ক্ষেত্রে বলুন কি সামাজিক ক্ষেত্রে... যে কোনও সমস্যায়... আমরা একযোগে পথ চলব।'
এদিকে অশোক স্তম্ভ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে যে শোকজ নোটিশ পাঠানো হয়েছিল, সেই বিষয়ে সুকান্ত বলেন, যা বলেছি, আবার বলব। প্রসঙ্গত, বৃহস্পতিবার বাঁকুড়ার তালডাংরায় উপ নির্বাচনের প্রচারে গিয়ে সুকান্তবাবু বলেছিলেন, 'পুলিশের উর্দি পরে তৃণমূলের হয়ে দালালি করবেন না। তৃণমূলের হয়ে দালালি করলে, পুলিশের যে টুপিটা পরেন, ঘাড়ে যে অশোক স্তম্ভটা পরেন, সেই অশোক স্তম্ভ টুপি থেকে খুলে রাখুন। একটা হাওয়াই চটির সিম্বল ওখানে লাগিয়ে নিন।' সুকান্তবাবু আরও বলেছিলেন, 'ভোটে তো আমাদের তৃণমূলের সঙ্গে লড়াই নয়, পুলিশের সঙ্গে লড়াই। পুলিশ সরিয়ে দিলে ১৫ মিনিটও তৃণমূল কংগ্রেস বলে কোনও দল থাকবে না। পুলিশকে বলতে চাই, পরিষ্কার করে শুনে রাখুন, সময় আসছে। মনে রাখবেন, চিরকাল কারও সমান যায় না।' এই মন্তব্যের জন্য শনিবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে গিয়ে তৃণমূল সুকান্তবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।