বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > BJP Leader Threatens to Slap Mamata: ‘চড় মেরে গঙ্গায় ফেলব’, সুকান্তর সামনেই মমতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য BJP নেতার

BJP Leader Threatens to Slap Mamata: ‘চড় মেরে গঙ্গায় ফেলব’, সুকান্তর সামনেই মমতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য BJP নেতার

বিজেপির পতাকা (HT_PRINT)

তপনবাবু এদিন সভায় বলেন, ‘আগামী ১৩ তারিখ নবান্ন অভিযান। চোর ধরো, জেল ভরো কর্মসূচি। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে রয়েছেন। তাঁকে গালে থাপ্পড় মেরে গঙ্গায় ফেলে দেব। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী থাকবেন সেখানে।’

বিগতদিনে কুরুচিকর মন্তব্যের ছড়াছড়ি দেখা গিয়েছে বাংলার রাজনীতিতে। সে দিলীপ ঘোষ হোক কি সৌগত রায়। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এবার সেই দলে নাম লেখাতে শুরু করেছেন দলের মেঝো, সেঝো নেতারাও। এই আবহে তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় ভরা সভায় মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন। মঞ্চে সেই সময় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে তপনবাবুকে থামানো তো দূরের কথা, তাঁর এই মন্তব্যে সভায় হাসির রোল ওঠে।

তপনবাবু এদিন সভায় বলেন, ‘আগামী ১৩ তারিখ নবান্ন অভিযান। চোর ধরো, জেল ভরো কর্মসূচি। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে রয়েছেন। তাঁকে গালে থাপ্পড় মেরে গঙ্গায় ফেলে দেব। এত সহজ নয় সবকিছু। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী থাকবেন। আমরা যাব সকলে।’ আগামী ১৩ সেপ্টেম্বর বিজেপি-র নবান্ন অভিযান রয়েছে। তার আগে ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রচার কর্মসূচি চলবে গেরুয়া শিবিরের। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই রবিবার তমলুকে জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানে ছিলেন সুকান্ত মজুমদারও।

এদিকে এদিন অপর এক জনসভায় শুভেন্দুর গলাতেও শোনা যায় মমতার প্রতি রোষ। মুখ্যমন্ত্রীকে ‘চোরের রানি’ বলে আখ্যা দেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, ‘চোরদের লালন পালন করছেন যিনি, নবান্নের ১৪ তলায় বসে তিনি। সেই চোরদের রানি মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে নামাতে আমরা ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানেক ডাক দিয়েছি।’ এদিকে মুখ্যমন্ত্রীর প্রতি এই কটাক্ষের তীব্র ভাষায় নিন্দা জানানো হয়েছে তৃণমূলের তরফে। তৃণমূল বিধায়ক তাপস রায় এই বিষয়ে বলেন, ‘অসভ্য, ইতর, বর্বর। এ কথা, গণতান্ত্রিক দেশে বলা যায়? কোনও সভ্য দল, তার সদস্য বা কর্মীরা এ কথা বলতে পারেন?’

 

বন্ধ করুন