বীরভূমে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন আরও একদল বিজেপি নেতাকর্মী। এবার জেলায় বিজেপির জেতা একমাত্র বিধানসভা কেন্দ্র দুবরাজপুর থেকে যোগদান করলেন বেশ কয়েকজন। তাঁদের অভিযোগ, সাংগঠনিক জেলা সভাপতি ও বিধায়ক পাত্তা দিচ্ছেন না।
রবিবার অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন, বিজেপির দুবরাজপুর শহর মণ্ডলের সাধারণ সম্পাদক স্বরূপ আচার্য, শহর মণ্ডলের সহ সভাপতি পরশুরাম শর্মাসহ বেশ কয়েকজন নেতা তৃণমূলে যোগ দেন। সঙ্গে যোগ দিয়েছেন BJYM, মহিলা মোর্চা ও ওবিসি মোর্চার একাধিক সদস্য।
তৃণমূলে নাম লিখিয়ে স্বরূপবাবু বলেন, ‘জেলা সভাপতি আমাদের গুরুত্ব দেন না। নিজের পছন্দের লোক নিয়ে দল চালাচ্ছেন। যে কর্মীরা দুবরাজপুরে বিজেপিকে জেতালের তাঁদের খোঁজ নেওয়ার দরকার মনে করেন না তিনি। তাই তৃণমূলে যোগ দিলাম।’
অনুব্রতবাবু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন। সেটা বুঝতে পেরেই তৃণমূলে যোগদান করেছেন ওরা। তৃণমূলের উন্নয়নে শামিল হতে আমি ওদের হাতে পতাকা তুলে দিয়েছি।’
বিধানসভা নির্বাচনের পর থেকেই বীরভূমে তৃণমূলে ফেরার হিড়িক চলছে। তবে সম্প্রতি বিজেপির দলীয় কোন্দল চরমে পৌঁছনোয় সেই প্রবণতা চরমে পৌঁছেছে। গত ৩ দিনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলে যোগ দিয়েছেন একাধিক বিজেপি নেতা।