বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Viral Audio: ‘‌লক্ষ লক্ষ টাকা তুলেছেন দিলীপ ঘোষ’‌, বিজেপি নেতাদের ফোনালাপের অডিয়ো ভাইরাল

Viral Audio: ‘‌লক্ষ লক্ষ টাকা তুলেছেন দিলীপ ঘোষ’‌, বিজেপি নেতাদের ফোনালাপের অডিয়ো ভাইরাল

দিলীপ ঘোষ। (Ajay Aggarwal /HT PHOTO)

বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সৌমেন তেওয়ারি এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর হালদারের ফোনালাপের অডিয়ো রেকর্ডিং ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দলের সর্বভারতীয় সহ–সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ সম্পর্কে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছে দু’জনকেই।

বিজেপি নেতাদের একটি ফোনালাপ ভাইরাল হয়ে পড়েছে। সেখানে স্বয়ং বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে জেলা থেকে টাকা তোলার অভিযোগ উঠেছে। এই ফোনালাপ নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য–রাজনীতিতে। যদিও সেই ফোনালাপ যাচাই করে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল। বিধানসভা নির্বাচনের আগে–পরে নিজের জেলা পশ্চিম মেদিনীপুর থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছেন। কোনও রসিদের বালাই ছিল না। স্বয়ং দিলীপ ঘোষের বিরুদ্ধে উঠল এমন অভিযোগ। অভিযোগকারী আবার খোদ বিজেপিরই নেতা।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সৌমেন তেওয়ারি এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর হালদারের ফোনালাপের অডিয়ো রেকর্ডিং ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দলের সর্বভারতীয় সহ–সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ সম্পর্কে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছে দু’জনকেই। তারই মধ্যে বেলদায় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে মেজাজ হারাতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। তাঁকে ঘিরে ‘গো–ব্যাক’ স্লোগান থেকে ‘‌চোর চোর’‌ বলা হয়। পাল্টা দিলীপ ঘোষকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘তোদের বুকে পা দেব রে।’

ঠিক কী শোনা গিয়েছে ফোনালাপের অডিয়ো–তে?‌ বিধানসভা নির্বাচনের আগে থেকে ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সভাপতি ছিলেন সৌমেনবাবু। ভাইরাল হওয়া ওই অডিয়ো–তে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘দিলীপবাবুকে স্বভাব–চরিত্র, আচার–ব্যবহার বদলাতে বলুন। কয়েকদিন আগে উনি নেংটি পরে ঘুরতেন। এখন তো স্পোর্টস শু পরে ঘুরছেন। শু কী জিনিস উনি জানতেন? নিজেকে বিশাল বড় ডন ভাবছেন নাকি?’ উল্টোদিক থেকে গৌরীশঙ্করবাবুও বলেন, ‘দিলীপ ঘোষ সম্পর্কে মানুষের ধারণা কিন্তু পরপর বদলাচ্ছে।’ তখন সৌমেনবাবু বলে ওঠেন, ‘দিলীপ কেন, সব ঘোষকে আমি দেখে ছাড়ব। কিন্তু এসব দায়িত্বে থেকে করা যাবে না। বিজেপির একজন সাধারণ ভোটার হিসেবে সরাসরি দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ করব। উনি একজন কালপ্রিট। বিনা রসিদে দু’লক্ষ, তিন লক্ষ টাকা (জেলা থেকে) তুলেছেন। আমরা তার ডকুমেন্টসও পাঠিয়েছি।’

ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?‌ ওই অডিয়ো ক্লিপের বিষয়ে প্রশ্ন করা হলে বেজায় চটেন দিলীপবাবু। তিনি বলেন, ‘যে বলছে, সে এসব কোথা থেকে জানল? কে টাকা দিয়েছে, কোথা থেকে টাকা দিয়েছে—সেসবের প্রমাণ দিক। আমি চৌরাস্তায় দাঁড়িয়ে এসবের উত্তর দিতে রাজি আছি।’ দিলীপ ঘোষের মন্তব্যের পর অবশ্য আগের অবস্থান থেকে সরে আসেন সৌমেনবাবু। তাঁর সাফাই, ‘দিলীপবাবু সম্পর্কে দলের কয়েকজন ভুল তথ্য দিয়েছিল। তাই এসব বলেছিলাম।’ তবে তৃণমূল কংগ্রেসের জেলা কো–অর্ডিনেটর অজিত মাইতি বলেন, ‘উনি তৃণমূলের সবাইকেই চোর বলছেন, ইডির ভয় দেখাচ্ছেন। অথচ বিজেপির নেতারাই ওঁর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করছেন। দিলীপবাবুর লজ্জা হওয়া উচিত।’

বন্ধ করুন