বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Antara Bhattacharya: স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করলেন বিজেপির রাজ্য মহিলা নেত্রী, তুঙ্গে উঠল চর্চা

Antara Bhattacharya: স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করলেন বিজেপির রাজ্য মহিলা নেত্রী, তুঙ্গে উঠল চর্চা

বিজেপির মহিলা মোর্চার রাজ্য সহ–সভানেত্রী অন্তরা ভট্টাচার্য

আগে গোপীবল্লভপুরে দিলীপবাবুর আত্মীয়ারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছিলেন। অন্তরাদেবী একদা সিপিএম পরিচালিত পশ্চিম মেদিনীপুর জেলার সভাধিপতি ছিলেন। অধুনা তিনি বিজেপিতে যোগ দেন। গত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন। এমনকী বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভানেত্রী ছিলেন।

বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের আত্মীয়রা স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন আগে করেছিলেন। তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল রাজ্য–রাজনীতি তে। এবার স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অবেদন করলেন বিজেপির এক নেত্রী। বিজেপির মহিলা মোর্চার রাজ্য সহ–সভানেত্রী অন্তরা ভট্টাচার্য সোমবার এই আবেদনপত্র জমা দেন বলে খবর। আর তারপর বিষয়টি প্রকাশ্যে আসতেই তুঙ্গে উঠেছে চর্চা। পঞ্চায়েত নির্বাচনের আগে এটা যেত তৃণমূল কংগ্রেসের কাছে মোক্ষম অস্ত্র। তবে তারা এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।

এদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তকমা কেড়ে নিয়েছে নির্বাচন কমিশন। তাই নিয়ে আনন্দে আহ্লাদিত হয়ে টুইট করেছেন শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার। অথচ তাঁদের দলেরই মহিলা মোর্চার রাজ্য সহ–সভানেত্রী মুখ্যমন্ত্রীর সামাজিক প্রকল্পের উপরই আস্থা রাখলেন। যা নিয়ে বিজেপির অস্বস্তি শুরু হয়েছে। এদিন পিংলার রঘুনাথচক প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার শিবির ছিল। বিজেপি নেত্রী সেই শিবিরে আবেদন জমা দেন। সেখানে নিজের নামের সঙ্গে স্বামী বিকাশ চক্রবর্তী এবং কন্যা অস্মিতা চক্রবর্তীর নামও আছে।

আর কী জানা যাচ্ছে?‌ আগে গোপীবল্লভপুরে দিলীপবাবুর আত্মীয়ারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছিলেন। অন্তরাদেবী একদা সিপিএম পরিচালিত পশ্চিম মেদিনীপুর জেলার সভাধিপতি ছিলেন। অধুনা তিনি বিজেপিতে যোগ দেন। গত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন। এমনকী বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভানেত্রী ছিলেন। বিজেপি নেতারা সবসময়ই দুয়ারে সরকার এবং স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন। সেখানে বিজেপির রাজ্য নেত্রীর দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করাকে তৃণমূল কংগ্রেস নৈতিক জয় হিসাবেই দেখছে।

ঠিক কে, কি বলছেন?‌ এই বিষয় এখন গোটা জেলায় চাউর হয়ে গিয়েছে। বিজেপির কানেও গিয়েছে কথাটি। আর এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সবেরাতি বলেন, ‘‌ওরা মুখে মুখ্যমন্ত্রী ও তাঁর প্রকল্পগুলির সমালোচনা করেন। আবার তার সুযোগও নেন। এই ঘটনা তার বড় প্রমাণ।’‌ যদিও অন্তরা ভট্টাচার্যের যুক্তি, ‘‌আমি তো লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করিনি। স্বাস্থ্যসাথী কার্ড তো তৃণমূল দেয়নি, রাজ্য সরকার দিচ্ছে। তার জন্য আবেদন করতেই পারি। আবেদন করেছি। পরিষেবা তো পাইনি। রাজ্য সরকার জনগণের সরকার। মানুষ পরিষেবা পাওয়ার জন্য চেষ্টা করতেই পারেন।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া ৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.