বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Rishra Violence: রিষড়া কাণ্ড নিয়ে অমিত শাহ–আনন্দ বোসকে চিঠি বিধায়কের, হাসপাতাল থেকে কী লিখলেন?‌

Rishra Violence: রিষড়া কাণ্ড নিয়ে অমিত শাহ–আনন্দ বোসকে চিঠি বিধায়কের, হাসপাতাল থেকে কী লিখলেন?‌

রিষড়ায় মিছিলে অশান্তি

গণ্ডগোলের পরিস্থিতি সামাল দিতে গিয়ে রিষড়া থানার ওসি পিয়ালি বিশ্বাস–সহ বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হন। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রিষড়া এবং মাহেশ এলাকায় রবিবার রাত ১০টা থেকে সোমবার রাত ১০টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখছে পুলিশ। মিছিলে বাধা দেওয়ার জন্য একদল দুষ্কৃতী ঢিল ছোড়ে। 

রিষড়ায় রামনবমীর মিছিল এবং তার জেরে হওয়া হিংসার ঘটনায় এখন সরগরম রাজ্য–রাজনীতি। এই ঘটনা নিয়ে আগেই স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবার গোটা ঘটনা নিয়ে নানা অভিযোগ তুলে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন আক্রান্ত বিজেপি বিধায়ক বিমান ঘোষ। আজ, সোমবার হাসপাতাল থেকেই চিঠি পাঠিয়েছেন বিজেপি বিধায়ক। এমনকী অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

ঠিক কী ঘটেছিল রিষড়ায়?‌ রবিবার রিষড়ায় শোভাযাত্রা বাঙ্গুর পার্ক থেকে মাহেশ পর্যন্ত যাওয়ার কথা ছিল। সেভাবেই মিছিল বের হয়েছিল। সেখানে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ এবং শ্রীরামপুরের বিজেপি সভাপতি মোহন আদক–সহ বিজেপির একঝাঁক নেতা–কর্মী ছিলেন। ওই মিছিল ওয়েলিংটন জুটমিল পেরিয়ে যাওয়ার মুখে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। রাস্তার ধারের গাড়ি, ঠেলা, গুমটিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। বিমান ঘোষ–সহ একাধিক নেতা জখম হন। দিলীপবাবুকে তাঁর নিরাপত্তারক্ষীরা নিরাপদ স্থানে নিয়ে যান। বিরাট পুলিশ বাহিনী এসে কাঁদানে গ্যাস চালিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। মিছিলে বাধা দেওয়ার জন্য একদল দুষ্কৃতী ঢিল ছোড়ে। বোমাবাজি ও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।

ঠিক কী লিখেছেন বিধায়ক চিঠিতে?‌ রবিবারের ঘটনা তুলে ধরেছেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ। তিনি চিঠিতে শাহ–আনন্দকে লিখেছেন, মিছিলে অশান্তি থেকে আক্রমণ করা হয়েছিল। তখন রাজ্যের পুলিশ ‘নীরব দর্শক’ ছিল। পরে মিছিলে নিরাপত্তার নামে আটক করা হয় যাঁরা অংশ নিয়েছিলেন। তাই কেন্দ্রীয় হস্তক্ষেপ এখানে প্রয়োজন। রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা দরকার। আজ, সোমবার হাসপাতাল থেকে এই চিঠি লিখেছেন বিজেপি বিধায়ক। তবে খবর পেয়েই ঘটনাস্থলে যান শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব, রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় মিশ্র।

ঠিক কী বক্তব্য বিজেপি–তৃণমূল কংগ্রেসের?‌ পুলি‌শের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘রিষড়ার ঘটনা ঘটল কী করে? পুলিশ কেন আগাম ব্যবস্থা নিল না? পুলিশের আরও সচেতন হওয়া উচিত ছিল।’ পাল্টা তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌রিষড়ায় এরকম ঘটনা কখনও ঘটেনি। প্রচুর লোক বাইরে থেকে আনা হয়েছিল। খুব উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। একটি মিছিলের অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু তাতে কে থাকবে, তা জানানো হয়নি। একটি লোক বাইরে থেকে এসে উস্কানি দিয়ে পালিয়ে গিয়েছে। তারপরেও বলব, প্রশাসন দেখুক। সকলেই অন্যায় করেছে।’‌ গণ্ডগোলের পরিস্থিতি সামাল দিতে গিয়ে রিষড়া থানার ওসি পিয়ালি বিশ্বাস–সহ বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হন। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রিষড়া এবং মাহেশ এলাকায় রবিবার রাত ১০টা থেকে সোমবার রাত ১০টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখছে পুলিশ।

বাংলার মুখ খবর

Latest News

একি অবস্থা! পাকিস্তানের মহিলা ক্রিকেটারদের দৈনিক ভাতাও দিতে পারছে না পিসিবি ‘ভিডিয়ো ছাড়াই বৈঠকে রাজি হই, তাও কার্যত ঘাড়ধাক্কা বের করে দিলেন চন্দ্রিমা’ আলু–পেঁয়াজ রফতানি স্বাভাবিক রাখার আর্জি ইউনুস সরকারের, পদ্মার ইলিশ অধরাই ভারতে ‘আমার ঠোঁটে বাঘের রক্ত লেগে’, ভয়ঙ্কর কাহিনি শোনালেন যুবরাজের বাবা যোগরাজ 'এত অসম্মান কেন করছো? প্লিজ এটুকু রেসপেক্ট দাও',ডাক্তারদের চা খাওয়ার আর্জি মমতার কাছে যেতেই দিল হুঙ্কার! বিশ্বের সবচেয়ে বয়স্ক কুমিরের ভয়ঙ্কর ভিডিয়ো ভাইরাল যিশুর অষ্টাদশী কন্য়ার গ্ল্যামারাস লুকে হাঁ নেটপাড়া! সারা টলিউডের জন্য রেডি? পরিচ্ছন্নতার জন্য প্রতি বছর পুরস্কার পাবে নতুন শহর, টপার ইন্দোর এবার নতুন বিভাগে ১৯ বছর পর বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ে শাহরুখ-রণবীর! '২৬-এর ইদে কার পাল্লা ভারী? রাত দখলের ডাকে সাড়া দেন চিকিৎসক, বাড়িতে পৌঁছে গেল বেহালা থানার সমন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.