বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করতে নড্ডাকে চিঠি লিখলেন বিজেপি বিধায়ক

উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করতে নড্ডাকে চিঠি লিখলেন বিজেপি বিধায়ক

বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (ছবি সৌজন্যে এএনআই)

বিভিন্ন রকমের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন উত্তরবঙ্গের মানুষ। এই অভিযোগ তুলে আরও একবার গোর্খাদের জন্য পৃথক রাজ্য করার দাবি তুলল বিজেপি। এবার এই দাবি করলেন বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা।

বিভিন্ন রকমের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন উত্তরবঙ্গের মানুষ। এই অভিযোগ তুলে আরও একবার গোর্খাদের জন্য পৃথক রাজ্য করার দাবি তুলল বিজেপি। এবার এই দাবি করলেন বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। এর আগেও বিজেপি সংসদ জন বার্লা সহ বিজেপির একাধিক নেতা নেত্রী গোর্খাদের জন্য পৃথক রাজ্য করার দাবি তুলেছিলেন। এবার বিজেপির আরও এক বিধায়ক এই দাবি তুললেন। বিধায়ক বিষ্ণুপ্রসাদ শুধু গোর্খাদের জন্য শুধু পৃথক রাজ্য করার দাবিই তুললেন না, কার্যত এই দাবিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে চিঠিও লিখলেন।

বিধায়কের অভিযোগ, যেখানে উত্তরবঙ্গের উন্নয়নের কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রকৃতপক্ষে উত্তরবঙ্গের কোনও রকমের উন্নয়ন হয়নি। তিনি দাবি করেছেন,' দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন সেখানকার মানুষ। উন্নয়ন নেই বললেই চলে' । তিনি মনে করেন,' দীর্ঘদিন ধরে সেখানকার মানুষ পৃথক রাজ্য করার দাবি তুলছেন। তাদের সেই দাবি ন্যায় সঙ্গত। ' জেপি নড্ডাকে পাঠানো চিঠিতে তিনি এই কথা উল্লেখ করেছেন।

যদিও বিজেপির পক্ষ থেকে বার বার উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি উঠেছে।তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বিজেপির এই দাবির বিরোধিতা করে এসেছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'বিজেপি যদি মনে করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার বা দার্জিলিংকে বিক্রি করে দেব তা হবেনা। দক্ষিণবঙ্গ যেমন পশ্চিমবাংলার মধ্যে পড়ে তেমনি উত্তরবঙ্গও পশ্চিমবাংলারই অংশ। আমি বাংলাকে ভাগাভাগি করতে দেব না।'

উল্লেখ্য, বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা বলেছিলেন, ' বিজেপি বাংলা ভাগ চায়না। তবে এত বছরেও উত্তরবঙ্গের কোনও উন্নয়ন হয়নি। সেখানে ভাল চিকিৎসা পরিকাঠামো নেই, ভাল চিকিৎসক নেই ,কলেজ নেই । তাই উত্তরবঙ্গ কে পৃথক রাজ্য করা হোক। '

এছাড়াও, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি জানিয়েছিলেন গ্রেটার কোচবিহার আন্দোলনের নেতা বংশীবদন বর্মন। এর জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেছিলেন। আরও একবার ফের উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে বিজেপি বিধায়ক সরব হওয়ায় তাতে রাজনীতি দেখছে তৃণমূল।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.