বিভিন্ন রকমের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন উত্তরবঙ্গের মানুষ। এই অভিযোগ তুলে আরও একবার গোর্খাদের জন্য পৃথক রাজ্য করার দাবি তুলল বিজেপি। এবার এই দাবি করলেন বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। এর আগেও বিজেপি সংসদ জন বার্লা সহ বিজেপির একাধিক নেতা নেত্রী গোর্খাদের জন্য পৃথক রাজ্য করার দাবি তুলেছিলেন। এবার বিজেপির আরও এক বিধায়ক এই দাবি তুললেন। বিধায়ক বিষ্ণুপ্রসাদ শুধু গোর্খাদের জন্য শুধু পৃথক রাজ্য করার দাবিই তুললেন না, কার্যত এই দাবিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে চিঠিও লিখলেন।
বিধায়কের অভিযোগ, যেখানে উত্তরবঙ্গের উন্নয়নের কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রকৃতপক্ষে উত্তরবঙ্গের কোনও রকমের উন্নয়ন হয়নি। তিনি দাবি করেছেন,' দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন সেখানকার মানুষ। উন্নয়ন নেই বললেই চলে' । তিনি মনে করেন,' দীর্ঘদিন ধরে সেখানকার মানুষ পৃথক রাজ্য করার দাবি তুলছেন। তাদের সেই দাবি ন্যায় সঙ্গত। ' জেপি নড্ডাকে পাঠানো চিঠিতে তিনি এই কথা উল্লেখ করেছেন।
যদিও বিজেপির পক্ষ থেকে বার বার উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি উঠেছে।তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বিজেপির এই দাবির বিরোধিতা করে এসেছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'বিজেপি যদি মনে করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার বা দার্জিলিংকে বিক্রি করে দেব তা হবেনা। দক্ষিণবঙ্গ যেমন পশ্চিমবাংলার মধ্যে পড়ে তেমনি উত্তরবঙ্গও পশ্চিমবাংলারই অংশ। আমি বাংলাকে ভাগাভাগি করতে দেব না।'
উল্লেখ্য, বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা বলেছিলেন, ' বিজেপি বাংলা ভাগ চায়না। তবে এত বছরেও উত্তরবঙ্গের কোনও উন্নয়ন হয়নি। সেখানে ভাল চিকিৎসা পরিকাঠামো নেই, ভাল চিকিৎসক নেই ,কলেজ নেই । তাই উত্তরবঙ্গ কে পৃথক রাজ্য করা হোক। '
এছাড়াও, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি জানিয়েছিলেন গ্রেটার কোচবিহার আন্দোলনের নেতা বংশীবদন বর্মন। এর জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেছিলেন। আরও একবার ফের উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে বিজেপি বিধায়ক সরব হওয়ায় তাতে রাজনীতি দেখছে তৃণমূল।