বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Carnival 2022: ‘কার্নিভাল করে TMC রাজনৈতিক লাভ করতে চাইছে’, আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ BJP MLA

Carnival 2022: ‘কার্নিভাল করে TMC রাজনৈতিক লাভ করতে চাইছে’, আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ BJP MLA

বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই।

আজ শুক্রবার দুর্গাপুজোর কার্নিভাল রয়েছে পশ্চিম বর্ধমানে। কার্নিভাল হবে দুর্গাপুরের রাজীব গান্ধী মেলা ময়দান থেকে মহিলা কলেজ পর্যন্ত। সবমিলিয়ে ১৫টি পুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করার কথা রয়েছে। তবে কার্নিভালের আগেই তৈরি হয়েছে বিতর্ক।

পশ্চিম বর্ধমানে দুর্গাপুজোর কার্নিভালে তৃণমূল বিধায়ক, সাংসদরা আমন্ত্রণ পেলেও সেই তালিকায় নেই বিজেপি বিধায়ক, সাংসদরা। এই অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই। যদিও কার্নিভালে আমন্ত্রণ না পেয়ে আফসোস নেই বিজেপি বিধায়কের। তার অভিযোগ, ‘তৃণমূল কংগ্রেস কার্নিভাল করে রাজনৈতিকভাবে লাভ তোলার চেষ্টা করছে।’ পাল্টা বিজেপি বিধায়কের এই অভিযোগকে অস্বীকার করে তৃণমূলের বক্তব্য, বিজেপির সকল সাংসদ, বিধায়ককে আমন্ত্রণ করা হয়েছে।

শোকের আবহে কার্নিভাল কেন? প্রশ্ন তুলল বিজেপি

আজ শুক্রবার দুর্গাপুজোর কার্নিভাল রয়েছে পশ্চিম বর্ধমানে। কার্নিভাল হবে দুর্গাপুরের রাজীব গান্ধী মেলা ময়দান থেকে মহিলা কলেজ পর্যন্ত। সবমিলিয়ে ১৫টি পুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করার কথা রয়েছে। তবে কার্নিভালের আগেই তৈরি হয়েছে বিতর্ক। এ বিষয়ে ক্ষুব্ধ লক্ষণ ঘোড়ুই বলেন, ‘কেউ আমন্ত্রণ করল বা করলো না তাতে আমার কিছু যায় আসে না। ওরা রাজনৈতিক লাভ তোলার জন্য কার্নিভাল করছে। মানুষের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। এবার ১২৫টি মণ্ডপ ঘুরেছি। ওরা আমন্ত্রণ করা বা না করায় আমার কিছুই এসে যায় না।’

তবে বিজেপির বিধায়কের এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। এলাকার তৃণমূল নেতা রামপ্রসাদ হালদার জানিয়েছেন, ‘উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। এলাকার বিজেপি সাংসদ এবং লক্ষণ ঘোড়ুইয়ের বাড়িতে গিয়ে কার্নিভালের কার্ড পাঠানো হয়েছে। তবে তিনি কার্নিভালে আসার জন্য উৎসাহ প্রকাশ করছেন। এটা খুবই ভালো কথা।’ উল্লেখ্য, দু’বছর পর এবার কার্নিভাল হচ্ছে। করোনা পর্বে এসব বন্ধ ছিল। তবে করোনার বিধিনিষেধ না থাকায় এবছর পুজোয় জনজোয়ার দেখা গিয়েছে। রেড রোডে কার্নিভাল হবে শনিবার বিকেলে।

বন্ধ করুন