বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > TMC demonstration in Alipurduar: তৃণমূলের মাইক বাজানো নিয়ে আপত্তি, IC-র সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি বিধায়ক

TMC demonstration in Alipurduar: তৃণমূলের মাইক বাজানো নিয়ে আপত্তি, IC-র সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি বিধায়ক

বচসায় জড়ালেন বিজেপি বিধায়ক এবং আইসি। নিজস্ব ছবি।

গত ৩ দিন ধরে বিধায়কের বাড়ির সামনে তৃণমূলের যে বিক্ষোভ চলছে তাতে উচ্চস্বরে মাইক বাজানো হচ্ছে। তা নিয়ে বিধায়ক পুলিশে কাছে আপত্তি জানালেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। এদিকে, রবিবার প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনার জন্য প্রচুর বিজেপি কর্মী–সমর্থক ভিড় করেন বিধায়কের বাড়িতে।

চা শ্রমিকদের পিএফ সংক্রান্ত সমস্যা নিয়ে বিজেপি বিধায়ক এবং সাংসদদের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। গোটা আলিপুরদুয়ার জেলাজুড়ে এভাবেই চলছে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি। আজ রবিবার কুমারগ্রামের বিজেপি বিধায়কের বাড়ির সামনে তৃণমূলের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তৃণমূলের মাইক বাজানো বন্ধের দাবি জানান বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও।

জানা গিয়েছে, গত ৩ দিন ধরে বিধায়কের বাড়ির সামনে তৃণমূলের যে বিক্ষোভ চলছে তাতে উচ্চস্বরে মাইক বাজানো হচ্ছে। তা নিয়ে বিধায়ক পুলিশে কাছে আপত্তি জানালেও কোন কাজ হয়নি বলে অভিযোগ। এদিকে, রবিবার প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনার জন্য প্রচুর বিজেপি কর্মী–সমর্থক ভিড় করেন বিধায়কের বাড়িতে। তাঁরা ‘মন কি বাত’ শোনার জন্য পালটা মাইক লাগান । তারপরেই কুমারগ্রাম থানার আইসি বিধায়ককে মাইক বন্ধ করার অনুরোধ করেন। কিন্তু, বিধায়কের পালটা দাবি ছিল আগে তৃণমূলের মঞ্চের মাইক বন্ধ করতে হবে। এই নিয়ে একে অপরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আইসি ও বিধায়ক। তারপরেই বিধায়ক আইসি’কে তৃণমূল মঞ্চের মাইক বন্ধ করার জন্য সময় বেঁধে দেন। যদিও মাইক বন্ধ করতে রাজি হয়নি তৃণমূল।

বিজেপি বিধায়কের দাবি, তৃণমূল দেউলিয়া হয়ে গিয়েছে তাই এরকম করছে। একজন বিধায়কের বাড়ির ২০ মিটারের মধ্যে মাইক লাগিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে। আরও অভিযোগ, জোরে মাইক বাজার ফলে বাড়িতে বয়স্কদের অসুবিধা হচ্ছে। তাছাড়া পাশেই স্কুল রয়েছে। কিন্তু তৃণমূল নিজেদের সুবিধার জন্য অন্যের কথা ভাবে না। পালটা তৃণমূলের দাবি, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় ওদের (বিজেপি) জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছিল। কিন্তু ওরা সেই সময়ের মধ্যে কাজ করেনি। তাই আমরা বাধ্য হয়ে বিক্ষোভ করছি।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন