বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > BJP MLA's: বাঁকুড়া থেকে দুর্গাপুর, পরপর বিজেপি বিধায়করা পড়লেন বিক্ষোভের মুখে, কেন?

BJP MLA's: বাঁকুড়া থেকে দুর্গাপুর, পরপর বিজেপি বিধায়করা পড়লেন বিক্ষোভের মুখে, কেন?

ধাক্কা দিয়ে এলাকাছাড়া করা হয় বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইকে।

পাকা বাড়ি নেই তবু আবাস যোজনায় নাম ওঠেনি বলে অভিযোগ। পানীয় জল মেলে অনিয়মিত। বার্ধক্য ভাতা থেকে বিধবা ভাতা সবক্ষেত্রেই বঞ্চনার শিকার জুনবেদিয়া কুমোর পাড়ার মানুষজন। এবার এলাকার বিধায়ককে কাছে পেয়ে সেই ক্ষোভই উগরে দিলেন স্থানীয় মানুষজন। বিজেপি বিধায়ক তখন তাঁর কোনও হাত নেই বলে বোঝানোর চেষ্টা করেন।

এতদিন দিদির দূতরা বিক্ষোভের মুখে পড়ছেন বলে বিজেপি আনন্দে লাফালাফি করতে শুরু করেছিল। এবার তাঁদের বিধায়করা বিক্ষোভের মুখে পড়তে শুরু করলেন। ফলে রাজনীতির পাশা খেলায় এখন অভিমুখ পাল্টে গেল বলে মনে করা হচ্ছে। আজ, মঙ্গলবার বাঁকুড়ায় বিজেপির বিধায়ক জনগণের বিক্ষোভের মুখে পড়লেন। আবার দুর্গাপুরেও বিজেপি বিধায়ক পড়লেন বিক্ষোভের মুখে। যার জেরে রাজ্য–রাজনীতি এখন সরগরম হয়ে উঠল।

ঠিক কী ঘটেছে দুর্গাপুরে?‌ আজ, মঙ্গলবার দুর্গাপুরের রেলের সম্প্রসারণ কাজের জন্য রেলের পক্ষ থেকে দেওয়া হচ্ছিল উচ্ছেদ নোটিশ। আর তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন ওই অঞ্চলের প্রায় শতাধিক পরিবার। তখন ঘটনাস্থলে বিজেপি বিধায়ক পৌঁছানোর পর বিক্ষোভকারীদের মধ্যে যেন বারুদে অগ্নিসংযোগ ঘটে। এই ঘটনায় দেখা যায়, সংবাদমাধ্যমের সামনে একপ্রকার ধাক্কা দিয়ে এলাকাছাড়া করা হয় বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইকে। তার পর থেকেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের মায়াবাজার রেল বস্তি এলাকায়।

ঠিক কী ঘটেছে বাঁকুড়ায়?‌ পাকা বাড়ি নেই তবু আবাস যোজনায় নাম ওঠেনি বলে অভিযোগ। পানীয় জল মেলে অনিয়মিত। বার্ধক্য ভাতা থেকে বিধবা ভাতা সবক্ষেত্রেই বঞ্চনার শিকার জুনবেদিয়া কুমোর পাড়ার মানুষজন। এবার এলাকার বিধায়ককে কাছে পেয়ে সেই ক্ষোভই উগরে দিলেন স্থানীয় মানুষজন। যদিও বিধায়কের দাবি, তাঁকে ঘিরে বিক্ষোভ নয়, না পাওয়ার যন্ত্রণা তাঁর কাছে তুলে ধরেছেন এলাকার মানুষ। তৃণমূল কংগ্রেসের দাবি, নয়াদিল্লির সরকার সব প্রকল্পের টাকা আটকে রেখেছে। তাই পদ্ম বিধায়ককে ঘিরে গ্রামের মানুষের ক্ষোভ স্বাভাবিক।

আর কী জানা যাচ্ছে?‌ এদিন সকালে বাঁকুড়া শহর লাগোয়া জুনবেদিয়া গ্রামের কুমোর পাড়ায় নির্মীয়মান স্থানীয় একটি নিকাশি নালার কাজ দেখতে যান বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর দানা। তখনই স্থানীয় বেশ কিছু মানুষ বিধায়ককে ঘিরে ধরে আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পে নিজেদের না পাওয়ার কথা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিজেপি বিধায়ক তখন তাঁর কোনও হাত নেই বলে গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেন। আর তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কথা বলতে যান। তখনই বিক্ষোভ দেখিয়ে তাঁরা বলতে থাকেন, পঞ্চায়েত নির্বাচনে এসবের প্রতিফলন ঘটবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীন রাশির আজকের দিনটি কেমন কাটবে? জানুন রাশিফল 'কলেজ লাইফের সন্দীপের …', বালুরঘাট হাসপাতালের সুপার মুখ খুললেন 'সহপাঠী' কে নিয়ে সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল নিম্নচাপের ভ্রূকূটির মধ্যে শনিতে ৫ জেলায় সতর্কতা, রবিতে ৬-তে, বৃষ্টি বাড়বে কবে? আরজি করের আবেগকে অস্ত্র করে ছবির প্রচারের অভিযোগ কুণালের, বদলালো টেক্কার পোস্টার ‘গতি ভালো লাগে আমার,’ বন্দে ভারতে একমাত্র নারী মোটরম্যান ঋত্বিকা ভোটের পরেও নিজ জেলায় ফেরানো হয়নি পুলিশ কর্মীদের, ভবানী ভবনে ভিড় পরিবারের দেহের সামনে মাথা ঝুঁকিয়ে শ্রদ্ধা চিকিৎসকদের, সত্যিই কি তিনি সীতারাম ইয়েচুরি? ধরনায় ইতি টেনে স্বাস্থ্য়ভবন থেকে CGO কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের মিছিল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.