বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘অবাঞ্ছিত গ্রুপে থাকার ফলে সমস্যা হচ্ছে’‌, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট শঙ্কর ঘোষ

‘অবাঞ্ছিত গ্রুপে থাকার ফলে সমস্যা হচ্ছে’‌, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট শঙ্কর ঘোষ

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ

বিজেপির শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। আর তাতেই জোর আলোড়ন পড়ে গিয়েছে।

আবার হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগের নজির দেখা গেল বিজেপিতে। একটা করে নির্বাচনে হারের পরই এই বিষয়টি দেখা যায়। এবারও দুই উপনির্বাচনে গোহারা হয়েছে বিজেপি। আর তার পরে দেখা গেল, বিজেপির শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। আর তাতেই জোর আলোড়ন পড়ে গিয়েছে। কারণ তিনি বিধায়কের পাশাপাশি সংগঠনের দায়িত্বে ছিলেন।

আর শঙ্কর ঘোষ হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট হওয়ার পর আরও বেশ কয়েকজন গ্রুপ থেকে লেফট হবেন বলে সূত্রের খবর। শঙ্কর ঘোষ বিজেপির পর্যবেক্ষকদের নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট হলেন। সোমবার যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। কয়েকদিন ধরেই বিজেপি নেতাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার প্রক্রিয়া চলছে। এবার তাতে যুক্ত হলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্করও।

কেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট হলেন?‌ এই বিষয়ে বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, ‘অবাঞ্ছিত গ্রুপে থাকার ফলে সমস্যা হচ্ছে। আমাদের বহু গ্রুপ তৈরি করে দেওয়া হয়। কর্মসূত্রে কিছু গ্রুপে যুক্ত হতে হয়। তবে এমন কিছু অবাঞ্ছিত গ্রুপে থাকার ফলে মূল খবর বা ইনফরমেশন চোখের আড়াল হয়ে যায়। কাজেই সেই গ্রুপ থেকে লেফট হওয়াই ভাল। তবে বাকি গ্রুপে আমি রয়েছি।’‌

ইতিমধ্যেই মুর্শিদাবাদের বিধায়ক থেকে শুরু করে সংগঠনের কর্মীরা পদ ছাড়তে শুরু করেছেন। রায়গঞ্জে কর্মী–সমর্থকরা বিজেপি ছেড়ে বিপুল পরিমাণে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এবার বিধায়ক শঙ্কর ঘোষ হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট হলেন। উপনির্বাচনে ভরাডুবির পর শীর্ষ নেতৃত্বকে নিশানা করেছেন সাংসদ সৌমিত্র খাঁ। অনুপম হাজরাও খোঁচা দিয়েছেন। ফলে সব মিলিয়ে বিজেপি রাজ্য–রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে প্রাসঙ্গিকতা হারাচ্ছে।

বন্ধ করুন