বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > BJP MLA Shankar Ghosh: মাল নদীতে হড়পা বানের এতদিন পর কেন মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর? প্রশ্ন শঙ্করের

BJP MLA Shankar Ghosh: মাল নদীতে হড়পা বানের এতদিন পর কেন মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর? প্রশ্ন শঙ্করের

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।  নিজস্ব ছবি।

মাল নদীতে দুর্ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিজেপি বিধায়ক বলেন, ‘আজ মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের জন্য পুলিশ প্রশাসন ব্যস্ত হয়ে পড়েছে। যদি মাল নদীতে বিসর্জনের দিন তার এক শতাংশ পুলিশও থাকত তাহলে এই দুর্ঘটনা ঘটতো না।’ 

আজ সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই মাল নদীতে হড়পা বানের ঘটনায় জেলা প্রশাসনের গাফিলতিকে দায়ী করে কঠোর শাস্তির দাবি জানালেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। পাশাপাশি মাল নদীতে ৮ জনের মৃত্যুর ঘটনাকে হত্যা বলেই দাবি করেছেন বিজেপি বিধায়ক।

BCCI থেকে ‘অন্যায়ভাবে বাদ’, সৌরভকে ICC-তে পাঠানোর জন্য মোদীকে আর্জি মমতার

আগামিকাল মাল নদীতে হড়পা বানে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এরপর শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীতে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রীর। তার উত্তরবঙ্গ সফরকে স্বাগত জানিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এসেছেন তার জন্য ওনাকে স্বাগত। তবে মাল নদীতে দুর্ঘটনার এতদিন কেটে যাওয়ার পর তিনি উত্তরবঙ্গ সফরে এলেন। কার্নিভাল সেরে অবসর সময়ে তিনি উত্তরবঙ্গ সফরে এসেছেন।’ বিধায়কের বক্তব্য, ‘দুর্ঘটনার এতদিন কেটে হওয়ার পর কেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসেছেন? তাই নিয়ে প্রশ্ন তুলছেন উত্তরবঙ্গের মানুষ। তিনি কী বিজয়া সম্মিলনীর জন্য, নাকি কার্নিভাল সম্মিলনীর জন্য নাকি মৃতদের পাশে দাঁড়ানোর জন্য উত্তরবঙ্গে এসেছেন?’ তাই নিয়ে প্রশ্ন তোলেন বিধায়ক।

মাল নদীতে দুর্ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিজেপি বিধায়ক বলেন, ‘আজ মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের জন্য পুলিশ প্রশাসন ব্যস্ত হয়ে পড়েছে। যদি মাল নদীতে বিসর্জনের দিন তার এক শতাংশ পুলিশও থাকত তাহলে এই দুর্ঘটনা ঘটতো না।’ বিধায়কের সংযুক্তি, ‘মুখ্যমন্ত্রী যদি এই ঘটনায় মৃত পরিবারের পাশে দাড়ানোর পাশাপাশি দোষীদের কঠোর শাস্তি দেন তাহলে তার উত্তরবঙ্গে বিসর্জন সম্মিলনীতে আসা স্বার্থক হবে।’

বন্ধ করুন