বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বিধায়ক হয়েই অশোক ভট্টাচার্যের বাড়িতে শংকর, পা ছুঁয়ে গুরুকে প্রণাম করলেন শিষ্য

বিধায়ক হয়েই অশোক ভট্টাচার্যের বাড়িতে শংকর, পা ছুঁয়ে গুরুকে প্রণাম করলেন শিষ্য

শনিবার বিকেলে অশোক ভট্টাচার্যের বাড়িতে বিধায়ক শংকর ঘোষ।

সাক্ষাৎ শেষে শিলিগুড়ির বিধায়ক জানান, ‘অশোকদার কাছ থেকে অনেক শিখেছি। সেই অভিজ্ঞতাকে পাথেয় করেই শিলিগুড়ির মানুষের পাশে থাকবো।’

বিধায়কপদে শপথ নিয়ে শহরে ফিরেই প্রথম গুরুর পা ছুঁয়ে প্রনাম করলেন শংকর ঘোষ। শনিবার তাঁর রাজনৈতিক গুরু তথা শিলিগুড়ির পরাজিত সিপিআইএম প্রার্থী অশোক ভট্টাচার্যের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন শংকরবাবু। সঙ্গে জানান, অশোকদার দেখানো পথেই শিলিগুড়ির উন্নয়ন করবো। 

দিন কয়েক আগেও অশোক ভট্টাচার্যের ছায়াসঙ্গী ছিলেন শংকর। তিন দশকের রাজনৈতিক জীবনে অশোক ভট্টাচার্য ও জীবেশ সরকারের যাবতীয় নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলেছেন। এমনকী মাসকয়েক আগে অশোক ভট্টাচার্য করোনায় আক্রান্ত হলে হাসপাতালে হত্যে দিয়ে পড়ে থেকেছেন। তার পর করোনা আক্রান্ত হয়েছেন তিনি নিজেও। এহেন শংকর ভোটের মুখে সবাইকে চমকে যোগ দেন বিজেপিতে। 

বিধানসভা নির্বাচনের ফল বেরোলে দেখা যায়, বিপুল ভোটে জয়ী হয়েছেন শংকর ঘোষ। তৃতীয় স্থানে নেমে গিয়েছেন বিদায়ী বিধায়ক অশোক ভট্টাচার্য। শুক্রবার বিধানসভায় বিধায়ক হিসাবে শপথ নেন শংকরবাবু। রাতে শিলিগুড়ি ফেরেন তিনি। শনিবারই হাজির হন অশোক ভট্টাচার্যের বাড়িতে। 

সাক্ষাৎ শেষে শিলিগুড়ির বিধায়ক জানান, ‘অশোকদার কাছ থেকে অনেক শিখেছি। সেই অভিজ্ঞতাকে পাথেয় করেই শিলিগুড়ির মানুষের পাশে থাকবো।’ অশোক ভট্টাচার্য বলেন, ‘শংকর আসায় আমি কিছুটা আশ্চর্যই হয়েছি। রাজনৈতিক লড়াই থাকবে। তবে ও এখন আমাদের বিধায়ক। ওকে শুভেচ্ছা জানিয়েছি।’

বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রায় সমস্ত জায়গা থেকে হিংসার খবর এলেও শিলিগুড়ি ছিল বরাবরের মতো শান্ত। ভোটের পরে প্রতিপক্ষের পরাজিত প্রার্থীর সঙ্গে দেখা করে শংকর বোঝালেন, রাজনীতির থেকেও মানুষের সঙ্গে মানুষের সৌজন্যকে প্রাধাণ্য দেয় মহানন্দার পারের এই শহর। 

 

বাংলার মুখ খবর

Latest News

আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.