বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘‌ডিনামাইট নিয়ে যাওয়া হচ্ছিল’‌, শালতোড়া বিস্ফোরণ নিয়ে বড় অভিযোগ করলেন শুভেন্দু

‘‌ডিনামাইট নিয়ে যাওয়া হচ্ছিল’‌, শালতোড়া বিস্ফোরণ নিয়ে বড় অভিযোগ করলেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী

এই বিস্ফোরণের ঘটনার পর আতঙ্কিত গ্রামবাসী। ৭২ ঘন্টার মধ্যে বিস্ফোরণের ঘটনার প্রকৃত তদন্ত এনআইএ’‌কে দিয়ে করানোর দাবিতে শনিবার বাঁকুড়ার শালতোড়ায় পথ অবরোধ করল বিজেপি। এক্স হ্যান্ডেলে ঘটনাস্থলের একটি ছবি শেয়ার করে শুভেন্দু অভিযোগ করেন, এলাকায় বেআইনি খননকাজের জন্য মোটরবাইকে করে ডিনামাইট বহন করছিল।

শুক্রবার বেশি রাতে প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল বাঁকুড়ার শালতোড়া থানার লাপাহাড়ি এলাকা। বিস্ফোরণের তীব্রতায় শব্দ শোনা গেল বহুদূর থেকে। যে মোটরবাইকে বিস্ফোরণ হয়েছিল সেই মোটরবাইকের আরোহীর দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে বিস্ফোরণের তীব্রতায়। এই ঘটনার পরই নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, এলাকায় অবৈধ খননকাজের জন্যই মোটরবাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল ডিনামাইট। কিন্তু সত্যিই কি মোটরবাইকে ছিল ডিনামাইট? এখন তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় জয়দেব মণ্ডল এবং আর একজন প্রাণ হারিয়েছেন বলে দাবি শুভেন্দুর।

এদিকে বাঁকুড়ার শালতোড়ার ঝনকা গ্রামের বাসিন্দা জয়দেব মণ্ডল রাতে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। লাপাহাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক রাস্তার পাশে পড়ে যায়। তখনই বিকট শব্দ ও প্রবল বিস্ফোরণ ঘটে। জয়দেবের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। তাঁকে উদ্ধার করে প্রথমে শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পরই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন জয়দেবকে। শুভেন্দুর দাবি, বেআইনি খননকাজে ব্যবহার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ডিনামাইট। তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তী এখানের সাংসদ হওয়ার পর এমন ঘটনা ঘটছে।

অন্যদিকে স্থানীয় পুলিশ প্রশাসন এই বেআইনি কাজে মদত দিত বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। এই ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে নন্দীগ্রামের বিধায়ক লেখেন, ‘‌অবৈধ খননকাজ শালতোড়ায় শুরু হয় অরূপ চক্রবর্তী সাংসদ হওয়ার পর। মমতা পুলিশের যোগসাজশেই গোটা বেআইনি খননকাজ চলত। তাই বিস্ফোরক ডিনামাইট নিয়ে যাওয়া হচ্ছিল অসতর্কভাবে। ডিজি এনআইএ দয়া করে ঘটনাটি দেখুন।’‌ শুভেন্দু অধিকারী এই ঘটনায় শাসকদলের যোগের দাবি করছেন। তবে এই ঘটনার পরে পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। আদৌ ডিনামাইটের মতো বিপজ্জনক বিস্ফোরক ছিল কিনা সেটা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন:‌ চিকিৎসকদের বদলিতে টাকা তোলার অভিযোগ, আরজি কর হাসপাতাল নিয়ে নয়া তথ্য পেল সিবিআই, নেপথ্যে কে?‌

এছাড়া এই বিস্ফোরণের ঘটনার পর আতঙ্কিত গ্রামবাসী। ৭২ ঘন্টার মধ্যে বিস্ফোরণের ঘটনার প্রকৃত তদন্ত এনআইএ’‌কে দিয়ে করানোর দাবিতে আজ, শনিবার বাঁকুড়ার শালতোড়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি। এক্স হ্যান্ডেলে ঘটনাস্থলের একটি ছবি শেয়ার করে শুভেন্দু অভিযোগ করেন, এলাকায় বেআইনি খননকাজের জন্য ওই ব্যক্তি মোটরবাইকে করে ডিনামাইট বহন করছিল। তাতেই বিস্ফোরণ ঘটে। একই অভিযোগ করেছেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরিও। তবে শুভেন্দু আরও অভিযোগ করেন, ‘‌স্থানীয় পুলিশ ঘটনা ধামাচাপা দিতে দ্রুততার সঙ্গে দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে শাসকদলকে জড়িয়ে। ডিজি রাজীব কুমার এবং বাঁকুড়ার পুলিশ সুপার দয়া করে বিষয়টি জানান। কোনও বেআইনি কাজ যেন না হয়। ময়নাতদন্ত না করে দেহ দাহ করা যেন না হয়।’‌

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

বড় ধাক্কা! বর্ডার গাভাসকর সিরিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত কারণে অনিশ্চিত রোহিত! বর্ডার গাভাসকর ট্রফির আগে দুঃসংবাদ অজিদের! গ্রিনের সার্জারি নিয়ে জল্পনা তুঙ্গে… নবরাত্রির মহাষ্টমীতে হয় মহাগৌরীর আরাধনা, জেনে নিন এই দিনের বিশেষ নৈবেদ্য পরমাণু অস্ত্র বর্জন করতে রাজি করিয়েছিলেন তিন দেশকে... দাবি ট্রাম্পের উৎসবে ‘না’, বাইরে বা বেরোলেও বাড়িতে কীভাবে পুজো কাটাচ্ছেন সোহিনী ভিডিয়ো-ভারতের গলি ক্রিকেটের চিত্র অস্ট্রেলিয়ার শিল্ডে! ঝোপে ঢুকে বল খুঁজলেন লিয়ঁ আরজি করে রক্তমাখা গ্লাভস! উঠল চাঞ্চল্যকর অভিযোগ, ছড়িয়েছে আতঙ্ক রাত পোহালেই মহাষ্টমী, প্রিয়জনকে জানান এই পুণ্যলগ্নের শুভেচ্ছা কাজলকে জাপটে ধরে চুমু জয়ার,সপ্তমীর সন্ধ্যায় মুখোপাধ্যায়দের পুজোয় হাজির রণবীর দিল্লিতে বাজেয়াপ্ত ২,০০০ কোটি টাকার কোকেন, ভারত-দুবাই-লন্ডনে ছড়িয়ে পাচারের জাল!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.