বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে তাড়িয়ে দিলেন বাসিন্দারা, পড়লেন বিক্ষোভের মুখে

বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে তাড়িয়ে দিলেন বাসিন্দারা, পড়লেন বিক্ষোভের মুখে

হলদিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল।

বৃহস্পতিবার সকালে হলদিয়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ড ও ২৫ নম্বর ওয়ার্ড পরিদর্শনে যান হলদিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল।

গত বুধবার–বৃহস্পতিবার নাগাড়ে বৃষ্টিপাতের ফলে কার্যত জলের তলায় চলে যায় বন্দর শহর হলদিয়া। আর সেই জল–যন্ত্রণায় পড়েন হলদিয়া পৌরসভার একাধিক ওয়ার্ডের বাসিন্দা। ইতিমধ্যেই বেশ কয়েকটি পরিবারকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। বৃহস্পতিবার সকালে হলদিয়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ড ও ২৫ নম্বর ওয়ার্ড পরিদর্শনে যান হলদিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। কার্যত তাঁকে তাড়িয়ে দেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল হলদিয়া।

স্থানীয় মানুষজনের অভিযোগ, হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলকে ভোট দিয়ে বিধায়ক করা হয়েছে। কিন্তু এই জল–যন্ত্রণার মাঝে তাঁর দেখা মেলেনি। এমনকী কোনও বিজেপি নেতাদেরও দেখা যায়নি। অথচ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা আসগর আলি এবং অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সহযোগিতায় ৫০০টি পরিবারকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে খাবারের। যদিও গোটা ঘটনা ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন বিধায়ক।

হলদিয়ার এলাকার মহিলা পেশায় চিকিৎসক বলেন, ‘‌অনেক আশা করে বিজেপিকে ভোট দিয়েছিলাম। কিন্তু জলবন্দি অবস্থাতে বিধায়কের দেখা পাইনি। তবে তৃণমূল কংগ্রেসের নেতারা আমাদের খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। এতদিন পর বিধায়ক এসেছেন ক্রিম খেতে। তাই আমরা বিক্ষোভ দেখিয়েছি।’‌ এই বিষয়ে তাপসীদেবী বলেন, ‘‌এলাকার মানুষেরা আমাকে চান। তাই আমি এসেছিলাম। কিন্তু তৃণমূল কংগ্রেস খবর পেয়ে কিছু লোকজন নিয়ে এসে অশান্তির চেষ্টা করে।’‌

উল্লেখ্য, দীর্ঘদিন সিপিআইএমে ছিলেন তাপসী মণ্ডল। বিধায়কও হয়েছিলেন। একুশের বিধানসভা নির্বাচনের আগে যোগ দেন বিজেপিতে। এবারও জিতেছেন তিনি। কিন্তু এলাকার মানুষের সমস্যায় তাঁকে পাশে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। বানভাসী পরিস্থিতিতেও তাঁকে দেখা যায়নি। কোনও সাহায্য তিনি করেন না। তাই এলাকার মানুষ ক্ষুব্ধ বলে মনে করা হচ্ছে।

বাংলার মুখ খবর

Latest News

কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.