পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনের ঘটনায় আরও ২ তৃণমূলকর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত নন্দন মণ্ডল ও সুজয় মণ্ডলের চার্জ শিটে নাম রয়েছে। শনিবার বেলা ১১টা নাগাদ ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের গোরাবাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৩।
গত সোমবার বাকচা গ্রাম পঞ্চায়েতের বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে তৃণমূলকর্মীরা তুলে নিয়ে গিয়ে গুলি করে খুন করে বলে অভিযোগ। এই ঘটনায় ৩২ জনের বিরুদ্ধে ময়না থানায় লিখিত অভিয়োগ দায়ের করেছেন নিহত বিজয়বাবুর স্ত্রী লক্ষ্মীদেবী। সেই FIR-এ ৩২ জনের নাম ছিল। তার মধ্যে ১৭ ও ২৪ নম্বরে নাম ছিল নন্দন ও সুজয়ের। এর আগে গত বৃহস্পতিবার এই ঘটনায় মিলন মল্লিক নামে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ। ফলে এই নিয়ে বিজয়কৃষ্ণ বর্মন খুনে ধৃতের সংখ্যা বেড়ে হল ৩।
তবে পরিবারের দাবি, এই ঘটনায় পুলিশি তদন্তের নামে প্রহসন চলছে। আদালতের চোখে ধুলো দিতে বেছে বেছে কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হচ্ছে। যাতে আদালতে তদন্তের অগ্রগত দেখিয়ে সিবিআই তদন্তের নির্দেশ ঠেকানো যায়।