এবার বিতর্কে জড়ালেন বিজেপির রাজ্যসভার সাংসদ মহারাজ অনন্ত রায়। যাঁকে বিজেপি রাজ্যসভায় পাঠিয়ে কার্যত উত্তরবঙ্গ বিভাজনের বার্তা দিয়েছে। আর এই বিজেপির সাংসদের একটি ভিডিয়ো প্রকাশ্যে চলে এসেছে। যে ভিডিয়ো–তে দেখা যাচ্ছে (যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল) নিজের বাসভবনে চেয়ারে বসে রয়েছেন অনন্ত রায়। আর একজনকে দিয়ে দেদার পা টেপাচ্ছেন। এই পা মালিশ এবং টিপে দেওয়ার দৃশ্য সামনে আসার পর থেকেই সমালোচনার ঝড় উঠেছে নানা মহলে। ওই ভিডিয়ো সামনে রেখে অনন্ত মহারাজকে তীব্র কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উয়দন গুহ। আবার ওই ভিডিয়ো শেয়ার করেছে তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলা।
ঠিক কী দেখা যাচ্ছে ভিডিয়ো–তে? ভিডিয়ো প্রকাশ্যে আসতেই দেখা যাচ্ছে, চোখ বন্ধ করে আছেন অনন্ত রায়। আর সামনের দিকে পা এগিয়ে রেখে চেয়ারে বসে আছেন। সেই দু’পায়ের সামনে এক যুবক দাঁড়িয়ে পা টিপে দিচ্ছেন। পা মালিশ করছেন। আর আরাম উপভোগ করছেন বিজেপির রাজ্যসভার সাংসদ। আরামে চোখ বন্ধ হয়ে রয়েছে। কিন্তু ওই যুবক পা মেসেজ করার সময় ক্যামেরার দিকে তাকিয়ে হাতও নেড়ে সাড়া দেন। এই গোটা বিষয়ের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।
ঠিক কী প্রতিক্রিয়া মন্ত্রীর? এই বিষয়টি প্রথমে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তারপর তিনি সাংবাদমাধ্যমে বলেন, ‘একজন ভণ্ড স্বঘোষিত মহারাজ। ছেলের বয়সী একজনকে দিয়ে পা টেপাচ্ছে। এরা কোচবিহারের মানুষকে স্বপ্ন দেখায় একটি আলাদা রাজ্য হলে এখানকার মানুষের সুখে থাকবে। কখনও বলছে আলাদা রাজ্য দরকার। কখনও বলছে কেন্দ্রশাসিত অঞ্চল দরকার। এদের পাল্লায় পড়লে কোচবিহারের মানুষের কী অবস্থা হবে তা ছবিটার মধ্য দিয়েই প্রকাশ পাচ্ছে। তাঁকে বিজেপি গণতন্ত্রের উচ্চকক্ষে পাঠিয়েছে। এটা সত্যিই লজ্জার। অবিলম্বে তাঁর মাথা ন্যাড়া করে ঘোল ঢালা দরকার। মানুষের সামনে মুখ দেখানো উচিত নয়। এরা আবার মানুষের জন্য কথা বলে। এরা আসলে সমাজের পক্ষে বিপজ্জনক।’
আরও পড়ুন: কবে বাড়ি ফিরবেন বুদ্ধদেব ভট্টাচার্য? আজই সিদ্ধান্ত নিতে বসেছে মেডিক্যাল বোর্ড
ঠিক কী বলছেন বিজেপি সাংসদ? বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত রায় অবশ্য কৌশলী জবাব দিয়েছেন। তিনি অসুস্থ সে কথা বলেছেন। এমনকী চিকিৎসকের পরামর্শেই এই কাজ করেছেন বোঝাতে চেয়েছেন। তাঁর কথায়, ‘আমার পায়ে ইউরিক অ্যাসিডের ব্যথা আছে। এটা বেশ অনেকদিন ধরে আছে। আমার এক আত্মীয় আমার পায়ে কবিরাজি তেল মালিশ করে দেয়। সেটাই দেখা গিয়েছে ভিডিয়ো–তে। এটা নিয়ে অযথা বিতর্ক তৈরি হচ্ছে।’ অনন্ত রায় এই কথা বললেও বিতর্ক কিন্তু কিছুতেই থামছে না।