আগে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। বিজেপি নেতারা আকাশপুত্র বলে তোপ দেগেছিলেন। এবার সরাসরি জুট কমিশনারের অফিসে ধর্না দেবেন তিনি বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। আজ সাংবাদিক বৈঠক করে তিনি এই কথা জানিয়েছেন। আর তাতে পাটশিল্প নিয়ে ফের মোদী সরকারের অস্বস্তি বাড়ালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ।
ঠিক কী বলেছেন বিজেপি সাংসদ? আজ, বুধবার জগদ্দল মেঘনা এলাকায় নিজের বাড়িতে বসে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ‘জুট কর্পোরেশনের দুর্নীতির কারণেই পাটশিল্প ধ্বংসের আজ মুখে। ১৩ ডিসেম্বর আমি ও লকেট জুট কর্পোরেশনের সঙ্গে বৈঠক করেছি। সরকারি বৈঠকের মিনিটস কেন প্রকাশ করা হচ্ছে না? প্রত্যেক টনে আড়াই হাজার টাকা ক্ষতি করে কতদিন চলবে জুটমিল? প্লাস্টিক লবির কাছে মাথা বিক্রি করে দিয়েছেন জুট কমিশনার। ধারাবাহিকভাবে পাটশিল্পকে ধ্বংস করার চেষ্টা চলছে। জুট কর্পোরেশনের কর্তা মলয় চক্রবর্তী প্লাস্টিক লবিকে ঢোকানোর চেষ্টা করছেন।’
কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি চাইছেন কেন? এই বিষয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদ বলেন, ‘এখন জুট কমিশনার দুর্নীতিগ্রস্ত। জুট কমিশনার মলয় চক্রবর্তী প্লাস্টিক লবির কাছের লোক। এই দুর্নীতি খুঁজে বের করতেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করা হোক। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীকে অনুরোধ করছি, সিদ্ধান্ত প্রত্যাহার করুন। প্রধানমন্ত্রীকেও চিঠি দিয়ে অনুরোধ করেছি। বাংলা, ওড়িশা, অসম, বিহারের মুখ্যমন্ত্রীর সরব হওয়া দরকার। দু–একদিনের মধ্যে জুট কমিশনারের অফিসে ধর্না দেব।’
অর্জুন সিংয়ের হুঙ্কারে এখন রাজ্য–রাজনীতি সরগরম হয়ে উঠেছে। এমনকী প্রশ্ন উঠতে শুরু করেছে তিনি কী আবার তৃণমূল কংগ্রেসে ফিরছেন? যদিও তিনি এই বিষয়টি এড়িয়ে গিয়েছেন। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, ‘আমি দলের বিরুদ্ধে কাজ করছি না। যদি আমার সঙ্গে কেউ না আসে, একলা চলব। আজই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে চিঠি লিখব।’