বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘ডাকাত ও কাল সাপের মাথা ভাঙার জন্য লাঠি রাখতে হবে’,সওয়াল দেবশ্রী চৌধুরীর

‘ডাকাত ও কাল সাপের মাথা ভাঙার জন্য লাঠি রাখতে হবে’,সওয়াল দেবশ্রী চৌধুরীর

দেবশ্রী চৌধুরী। নিজস্ব ছবি

পঞ্চায়েত ভোট নিয়ে এদিন তিনি আরও বলেন, ‘পঞ্চায়েত, জেলা পরিষদে বিজেপি জিতলে উন্নয়ন কাকে বলে দেখিয়ে দেবে। বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের মতো এ রাজ্যেও উন্নয়ন হবে।’ এছাড়াও, অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণ ভোট করার বার্তা দিয়েছেন। তা নিয়েও কটাক্ষ করেন দেবশ্রী।

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যজুড়ে চলছে কু’কথার স্রোত। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিরোধীদের আক্রমণ করতে বিতর্কিত মন্তব্য করছেন। এবার তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের লোকসভা কেন্দ্রের সাংসদ দেবশ্রী চৌধুরী। তিনি বলেন, ‘শুধু লাঠি কেন যা যা দিয়ে ডাকাত ও কাল সাপের মাথাটা ভেঙে দেওয়া যায় সেই সমস্ত কিছুর প্রস্তুতি রাখতে হবে। কারণ এটা ধর্মযুদ্ধ।’ ইসলামপুরে সরদার ভিটা এলাকায় বিজেপির এক সভায় উপস্থিত হয়ে আজ রবিবার পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে এমনই মন্তব্য করেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ বিজেপির দেবশ্রী চৌধুরী।

পঞ্চায়েত ভোট নিয়ে এদিন তিনি আরও বলেন, ‘পঞ্চায়েত, জেলা পরিষদে বিজেপি জিতলে উন্নয়ন কাকে বলে দেখিয়ে দেবে। বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের মতো এ রাজ্যেও উন্নয়ন হবে।’ এছাড়াও, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণ ভোট করার বার্তা দিয়েছেন। তা নিয়ে কটাক্ষ করেন দেবশ্রী। তিনি বলেন, ‘তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে কখনও শান্তিপূর্ণ ভোট হয়নি। ওদের নিজেদের দলের মধ্যেই চলছে গোষ্ঠীদ্বন্দ্ব।’

পালটা একজন সংসদের এহেন মন্তব্যর তীব্র নিন্দা করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের তৃণমূল কংগ্রেস সদস্য হরসুন্দর সিংহ বলেন, ‘এলাকার বিজেপির সাংগঠনিক শক্তি এতটাই তলানিতে ঠেকেছে যে একজন সাংসদকে গ্রামসভা করতে হচ্ছে। নির্বাচনে জেতার পর সাংসদকে এলাকাতেই দেখা যায়নি। এখন ভোটের সামনে এলাকায় এসে এই ধরনের বক্তব্য রাখছেন একজন সাংসদ। সামনে পঞ্চায়েত ভোট তার আগে মানুষকে উত্যক্ত করার চেষ্টা করছেন সাংসদ। শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করতে চাইছে। আমরা এই ধরনের কথা বলি না। অথচ উনি একজন সাংসদ হয়ে এই ধরনের কথা বলছেন। এটা মোটেই কাম্য নয়। সেকারণে সাধারণ মানুষকে এই ধরনের আপত্তিকর মন্তব্য থেকে বিরত থাকার আবেদন জানাচ্ছি। এটা এলাকার শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করতে পারে। তাই এলাকার মানুষ যাতে বিষয়টিকে গুরুত্ব দিয়ে না নেয় আমি সেই অনুরোধ করছি।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন