বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘‌বিজেপি কর্মীদের গায়ে হাত দিলে জঙ্গলমহলে ঢুকতে পারবেন না’‌, অভিষেককে হুমকি দিলীপের

‘‌বিজেপি কর্মীদের গায়ে হাত দিলে জঙ্গলমহলে ঢুকতে পারবেন না’‌, অভিষেককে হুমকি দিলীপের

বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ।

আরও এক কুড়মি নেতাকে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম পুলিশ। ইতিমধ্যেই সিআইডি তদন্তভার নিয়ে জঙ্গলমহলে এসে পৌঁছেছে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। এই পরিস্থিতিতে হামলার ঘটনায় কুড়মিদের কার্যত ক্লিনচিট দিয়ে বিজেপিকে দায়ী করেছিলেন তৃণমূল সুপ্রিমো। এখন কুড়মি নেতা রাজেশ মাহাতো–সহ আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শালবনিতে অভিষেকের জনসংযোগ যাত্রায় কনভয় হামলা হয়েছে। আর তার জেরে এখন রাজ্য–রাজনীতি তোলপাড়। কারণ এই হামলার দায় কুড়মিদের উপর চাপাননি অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এই হামলার দায় চাপানো হয়েছে বিজেপির উপরে। ফলে তৃণমূল কংগ্রেস কর্মীরা ক্ষেপে আছে বিজেপির উপর। এখান থেকেই সংঘাত ঘটতে পারে। এই আশঙ্কা করে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ।

ইতিমধ্যেই আরও এক কুড়মি নেতাকে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম পুলিশ। ইতিমধ্যেই সিআইডি তদন্তভার নিয়ে জঙ্গলমহলে এসে পৌঁছেছে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। এই পরিস্থিতিতে হামলার ঘটনায় কুড়মিদের কার্যত ক্লিনচিট দিয়ে বিজেপিকে দায়ী করেছিলেন তৃণমূল সুপ্রিমো। এখন কুড়মি নেতা রাজেশ মাহাতো–সহ আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের জামিন খারিজ হয়ে গিয়েছে। এখন তাঁরা জেলে। কুড়মি নেতা রাজেশ মাহাতো হুঁশিয়ারি দেন, আন্দোলন চলবে। তার মধ্যেই দিলীপ ঘোষের এই হুমকি তপ্ত করল বাতাবরণকে।

ঠিক কী বলেছেন দিলীপ?‌ এই কনভয়ে হামলার দায় বিজেপির উপর চাপানোয় চাপ বাড়তে পারে গেরুয়া শিবিরের উপর। তাই তৃণমূল কংগ্রেসকে পাল্টা হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। হুমকি দিয়ে মেদিনীপুরের সাংসদ বলেন, ‘‌জঙ্গলমহলে বিজেপি কর্মীর গায়ে হাত দেবেন না। তাহলে জ্বলে যাবে। বিজেপি কর্মীদের গায়ে হাত দিলে জঙ্গলমহলে ঢুকতে পারবেন না। তৃণমূলের কোনও নেতাকে জঙ্গলমহলে থাকতে দেব না। এই আন্দোলন কালীঘাট পর্যন্ত যাবে।’‌ যদিও এখন অভিষেকের জনসংযোগ যাত্রা চলছে। তার মধ্যে আবার কোনও সংঘর্ষের ঘটনা ঘটবে কিনা সেটা সময়ই বলবে। তবে আপাতত সরগরম জঙ্গলমহল।

আর কী বলেছেন দিলীপ ঘোষ?‌ ইতিমধ্যেই গ্রাম বাংলার কথা মানুষের কাছে পৌঁছে দিতে ‘‌নবজোয়ার রেডিও’‌ কর্মসূচি নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। পডকাস্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়া দিয়ে গ্রামের মানুষের কাছে দলের কথা তুলে ধরবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের এই বিষয়টি নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। এদিন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‌ওটা নবজোয়ার নয়, ধর্না জোয়ার, বিক্ষোভ জোয়ার। তাই রেডিও–ই ভাল। সামনে গেলেই তো লোকে চোর চোর বলবে, আর গাড়ি আটকাবে।’‌ নবজোয়ার যাত্রার ফেসবুক পেজ ও তৃণমূলের ফেসবুক পেজে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখছেন তা শোনা যাবে। পাশাপাশি দলের সাংসদ, বিধায়করা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সামাজিক কর্মসূচি নিয়ে বক্তব্য রাখবেন।

বন্ধ করুন