বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > জওয়ানের শেষকৃত্যে বিজেপি সাংসদকে বাধা কেন?‌ টুইটে করে রিপোর্ট তলব রাজ্যপালের

জওয়ানের শেষকৃত্যে বিজেপি সাংসদকে বাধা কেন?‌ টুইটে করে রিপোর্ট তলব রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। ফাইল ছবি

পরপর তিনটি টুইটে রাজ্য সরকারকে আক্রমণ করে রাজ্যপাল প্রশ্ন তুলেছেন, এমন একটি অনুষ্ঠানে যেখানে শাসকদলের সাংসদ অতিথি সেখানে বিরোধীদলের সাংসদকে চোখ রাঙানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন গণতন্ত্রকে লজ্জিত করেছে।

‌পশ্চিমবঙ্গ পুলিশের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে ফের প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কাশ্মীরে পাক সেনার গুলিতে নিহত জওয়ান সুবোধ ঘোষের শেষকৃত্যে বিজেপি সাংসদকে আটকানো নিয়ে টুইটারে সরব হলেন তিনি। পরপর তিনটি টুইটে রাজ্য সরকারকে আক্রমণ করে রাজ্যপাল প্রশ্ন তুলেছেন, এমন একটি অনুষ্ঠানে যেখানে শাসকদলের সাংসদ অতিথি সেখানে বিরোধীদলের সাংসদকে চোখ রাঙানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন গণতন্ত্রকে লজ্জিত করেছে।

রবিবার রাতে সুবোধ ঘোষের নিথর দেহ ফেরে নদিয়ার রঘুনাথপুরের বাড়িতে। বাড়ি থেকে ১ কিমি দূরে স্কুলমাঠে অস্থায়ী মঞ্চে শ্রদ্ধা জানান পরিবারের সদস্য, গ্রামবাসী থেকে শুরু করে এলাকার বিধায়ক, সাংসদ, পুলিশ–প্রশাসনের লোকজন। আর সেখানে তাঁকে শ্রদ্ধা জানাতে এলে পুলিশের বাধার সম্মুখীন হন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। তাঁর অভিযোগ, ‘‌পুলিশ দলদাসে পরিণত হয়েছে। এ তার নিদর্শন। রাজ্যে এক অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করা হয়েছে। সংবিধানকে সর্বত্র লঙ্ঘন করা হচ্ছে। এক সাংসদ সসম্মানে অনুষ্ঠানে রয়েছেন কিন্তু আর এক সাংসদকে ঢুকতেও দেওয়া হচ্ছে না।’ যদিও পরে তিনি নিহত জওয়ানকে শ্রদ্ধা জানিয়েছেন।

আর মঙ্গলবার সকালে এ ঘটনা নিয়ে আওয়াজ তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপালের টুইট, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই প্রশাসনে পুলিশের রাজনৈতিক নিরপেক্ষতা বলে কিছুই নেই। পলাশি শ্মশানে নিহত জওয়ান সুবোধ ঘোষের শেষকৃত্যে সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে পুলিশ যে আচরণ করেছে সে সম্পর্কে রাজ্য পুলিশের ডিজি ও স্বরাষ্ট্র দফতর থেকে রিপোর্ট চাইছি। এতে নদিয়ার পুলিশ সুপার ও জেলাশাসকের কর্তব্যে গাফিলতি সামনে এসেছে।’‌

তাঁর আরও অভিযোগ, ‘গণতন্ত্রকে লজ্জিত করেছে ‌মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। ওই অনুষ্ঠানে যেখানে শাসকদলের সাংসদ অতিথি, সেখানেই বিরোধীদলের সাংসদকে বাধা দেওয়া হচ্ছে। গণতন্ত্রকে বাঁচানোর স্বার্থে উর্দিধারী পশ্চিমবঙ্গ পুলিশের এই অপরাধের দৃষ্ঠান্তমূলক পরিণতি হওয়া উচিত। সরকারি কর্মচারীরা যদি রাজনৈতিকভাবে কাজ করে তবে তাদের আইনের কোপে পড়তেই হবে।’‌

একইসঙ্গে এদিন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে উদ্দেশ্য করে রাজ্যপাল লিখেছেন, ‘‌রাজ্যের কাছ থেকে তথ্য চাওয়া নিয়ে কীরকম বাধ্যবাধকতা রয়েছে সে ব্যাপারে আমার কিছু জানা নেই। কিন্তু প্রশাসনের কোনও উর্দীধারী যদি এ ধরণের সীমালঙ্ঘন করে তা দেখলে চমৎকৃত হবে।’‌ টুইটের সঙ্গে এদিন তিনটি ভিডিও আপলোড করেন রাজ্যপাল। তাতে সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে পুলিশ কর্তাদের বাদানুবাদ হতে দেখা গিয়েছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

আগামিকাল কেমন কাটবে? ভাগ্যের সাহায্য পাবেন কারা? জানুন ১৫ অক্টোবরের রাশিফল অনেক বাড়াবাড়ি হয়েছে! কানাডায় ‘অ্যাকশন’ ভারতের, আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি আকাশে উড়তেই বোঝা গেল বড় বিপদ! কলকাতগামী এয়ার ইন্ডিয়ার বিমান ফিরল দিল্লিতে 'গানের গলা অতটাও ভালো না…’ আলিয়ার গান গাওয়া নিয়ে কেন এমন বললেন করিনা? 'লাভ অ্যান্ড ওয়ার' কি সঙ্গমের রিমেক? এই প্রসঙ্গে মুখ খুললেন সঞ্জয় লীলা বানসালী দো পাত্তি: 'লেডি সিংঘম’ কাজল, ডবল রোলে কৃতি; শাহিরকে নিয়ে টানাটানি দুই যমজ বোনের 'যখন রতন টাটা বলেছিলেন এক লাখ টাকার ন্যানো বানাবো তখন, নীরবতা ভাঙলেন নীরা রাদিয়া ব্যাটার নাকি বোলার! ক্রিকেটে কাদের ভূমিকা বেশি? যুক্তি দিয়ে বোঝালেন গম্ভীর নির্যাতিতার মা-বাবার সঙ্গে দেখা করতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা, তনিমা সেন বললেন… মঙ্গলে শক্তি বাড়বে নিম্নচাপের, বৃষ্টি চলবে বাংলা, প্রবল বর্ষণ ও ঝড় হবে কোথায়?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.