বিজেপি সংস্রব ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে মুকুল রায় ফিরেছেন ১১ জুন। তারপরও বেশ কয়েকদিন ওই তালিকায় তাঁর নাম থেকে যায়। সে নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। অবশেষে সে তালিকা থেকে সর্বভারতীয় সহ–সভাপতি হিসেবে তাঁর নাম বাদ পড়েছে কেন্দ্রীয় ওয়েবসাইট থেকে। তবে রবিবার পর্যন্ত ওয়েবসাইটে মুকুল রাজ্য কার্যকরী কমিটির সদস্য থেকে যান। কিন্তু এবার ওয়েবসাইটে কৃষ্ণনগর উত্তর আসনের পাশে বিধায়ক হিসেবে মুকুল রায়ের নাম নেই। সেখানে রয়েছে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নাম। তাহলে কি আবার সাংসদ থেকে বিধায়ক হবেন জগন্নাথ? উঠছে প্রশ্ন।
একুশের বিধানসভা নির্বাচনে জগন্নাথ সরকার শান্তিপুর আসন থেকে জিতেছিলেন। কিন্তু সাংসদ পদ বজায় রাখার জন্য তিনি বিধায়ক হিসেবে শপথ নেননি। বরং বিধানসভায় এসে তিনি বিধায়ক পদে ইস্তফা দেন। একই কাজ করতে দেখা গিয়েছিল কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককে। কিন্তু কেন মুকুল রায়ের জায়গায় জগন্নাথ সরকার? তাহলে কি সর্বভারতীয় সহ–সভাপতি পদে আসতে চলেছেন তিনি? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।
এদিকে রাজ্য বিজেপির ওয়েবসাইটে এখনও জ্বলজ্বল করছে দিনহাটার বিধায়ক নিশীথ প্রামাণিক। বরং জগন্নাথ সরকারের শান্তিপুরের উল্লেখ নেই। পরিবর্তে জগন্নাথের নাম বসেছে কৃষ্ণনগর উত্তর আসনের পাশে। এই জগাখিচুড়ি কাণ্ড দেখা গিয়েছে রাজ্য বিজেপির ওয়েবসাইটে। তবে এটা আপডেট না হওয়া নাকি পরিকল্পিত বার্তা দেওয়ার ছক তা এখনও জানা যায়নি। এই বিষয়ে রাজ্য বিজেপির এক নেতার বক্তব্য, ‘এটা প্রযুক্তিগত ভুল। যাঁরা ওয়েবসাইট আপডেট করেছেন তাঁরাও ভুল করেছেন। দ্রুত সংশোধন করা হবে।’