বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > হনুমান জয়ন্তীতে যাওয়ার পথে বাঁশবেড়িয়ায় লকেটকে বাধা, রাস্তায় বসলেন বিজেপি MP

হনুমান জয়ন্তীতে যাওয়ার পথে বাঁশবেড়িয়ায় লকেটকে বাধা, রাস্তায় বসলেন বিজেপি MP

রাস্তায় বসে পড়েন লকেট চট্টোপাধ্যায়। 

লকেট বার বার সংবাদমাধ্যমের সামনে বলেন, আমাকে ওরা আটকাচ্ছে কেন? এটা ঠিক নয়। আমাকে বলছে আমি বহিরাগত। পুজো দিতে যেতে দিচ্ছে না। আমি রাজ্যপালের সঙ্গে কথা বলেছি। আমায় কেন আটকাবে?

হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে যাচ্ছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বাঁশবেড়িয়ায় এই অনুষ্ঠান হওয়ার কথা। এদিকে পুলিশ মাঝপথেই তাঁর গাড়ি আটকে দেয়। পুলিশকে বলতে শোনা যায়, বহিরাগতদের যেতে দেওয়া হবে না। এদিকে লকেটের দাবি, আমি বহিরাগত হলাম কীভাবে? আমি তো হুগলির সাংসদ। আমাকে তাঁরা আমন্ত্রণ জানিয়েছেন। আমি যাচ্ছি। তাতে সমস্যার কী আছে!

এদিকে পুলিশের কাছ থেকে বাধা পেয়েই মাঝরাস্তায় বসে পড়েন লকেট চট্টোপাধ্য়ায়। বাঁশবেড়িয়ার রাস্তাতেই বসে থাকতে দেখা যায় লকেট চট্টোপাধ্যায়কে। এই ঘটনাকে ঘিরে এলাকায় শোরগোল পড়ে যায়। লকেটের সঙ্গেই প্রচুর বিজেপির নেতা কর্মীরা রাস্তায় বসে পড়েন। লকেট চট্টোপাধ্যায় বলেন, আমি পুজো দিতে যাচ্ছি। এভাবে পুলিশ আমাকে আটকাতে পারে না। আমি পুজো দেব চলে আসব। আইন শৃঙ্খলা দেখার জন্য পুলিশ রয়েছে। কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আমাকে আটকে দিয়ে খুব ভুল করছে পুলিশ।

এদিকে অশান্তির আশঙ্কায় এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। লকেট বার বার সংবাদমাধ্যমের সামনে বলেন, আমাকে ওরা আটকাচ্ছে কেন? এটা ঠিক নয়। আমাকে বলছে আমি বহিরাগত। পুজো দিতে যেতে দিচ্ছে না। আমি রাজ্যপালের সঙ্গে কথা বলছি। আমায় কেন আটকাবে? প্রতিবার যাই। সব কোপ পড়ছে আমাদের ঘাড়ে। আদালতের নির্দেশে কোথাও লেখা নেই হনুমান জয়ন্তীর মিছিলে কোনও সাংসদকে আমন্ত্রণ জানালে তিনি যেতে পারবেন না। আমাকে অন্যায়ভাবে আটকানো হচ্ছে। এদিকে রাস্তায় বসেই তিনি হনুমান চালিশা পড়তে শুরু করেন। 

এদিকে হনুমান জয়ন্তীকে ঘিরে যাতে কোনও অশান্তি না হয় সেটা নিশ্চিত করার জন্য বিশেষ নির্দেশ দিয়েছিল আদালত। তারই নিরিখে হুগলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়ে হুগলিতে। হুগলিতে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। বিভিন্ন এলাকায় রুটমার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না হয় সেটা নিশ্চিত করার চেষ্টা করা হয়।

এদিকে রামনবমীকে কেন্দ্র করে এবার হুগলির বিভিন্ন এলাকায় অশান্তি ছড়িয়েছিল। রিষড়াতে সেই গন্ডগোল মাত্রাছাড়া হয়। সেকারণেই আর কোনও ঝুঁকি নিতে চায়নি পুলিশ প্রশাসন। ফের যাতে ওই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেটা দেখা হচ্ছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বাংলার মুখ খবর

Latest News

প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.