বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > সিপিএমের অশোক ভট্টাচার্যের বাড়িতে গেলেন বিজেপি সাংসদ, শিলিগুড়ি মডেল?

সিপিএমের অশোক ভট্টাচার্যের বাড়িতে গেলেন বিজেপি সাংসদ, শিলিগুড়ি মডেল?

সিপিএম নেতা অশোক ভট্টাচার্য ও বিজেপি সাংসদ রাজু বিস্ত।

তৃণমূল নেতা রঞ্জন সরকার বলেন, এই শহরে তো সাংসদকে খুঁজে পাওয়া যায় না। যে ভদ্রলোকের কাছে উনি গিয়েছিলেন তাঁর সঙ্গে বিজেপির দীর্ঘদিনের সখ্যতা রয়েছে। সিপিএম বিজেপি একসঙ্গে মিলে আছে।

শিলিগুড়ির বাম নেতা অশোক ভট্টাচার্যের বাড়িতে গেলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত। তাঁর সঙ্গে শিলিগুড়ির বিজেপি বিধায়ক তথা বিগত দিনের অশোক ভট্টাচার্যের রাজনৈতিক শিষ্য বলে পরিচিত শঙ্কর ঘোষও ছিলেন। এদিকে সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে বিজেপি নেতাদের এভাবে বাম নেতার বাড়়িতে আগমনকে ঘিরে জোর জল্পনা শিলিগুড়িতে। তবে কি বাম ও গেরুয়া শিবির কাছাকাছি আসছে শিলিগুড়িতে?

কিন্তু কেন এভাবে দুই মেরুতে থাকা দুই নেতা একসারিতে বসে কথাবার্তা বললেন? এনিয়ে অশোক ভট্টাচার্য জানিয়েছেন, ৩০ তারিখে আমার স্ত্রীর মৃত্যুর এক বছর পূর্ণ হবে। তা নিয়ে একটি বার্তা পাঠিয়েছিলাম সাংসদকে। ও সেই সময় থাকতে পারবে না বলল। তাছাড়া দেওয়ালির ব্য়াপারটাও রয়েছে। আমি কিছু রাজনৈতিক, অর্থনৈতিক ব্যাপারটা ওকে বোঝাচ্ছিলাম। বললাম তোমরা অর্থনৈতিক বিষয়টি যদি না দেখো, তৃণমূলও বিষয়টি দেখছে না। আমাদের অর্থনীতি খুব খারাপ দিকে চলে যাচ্ছে। নতুন করে শ্রেণি আন্দোলনটা কীভাবে হবে এসব নিয়েও একটু কথা হল।

এনিয়ে বিজেপি সাংসদ রাজু বিস্ত জানিয়েছেন, রাজনৈতিক সাক্ষাৎ ছিল না। আজ দেওয়ালি। অশোকদার জীবন শৈলী, শিলিগুড়ির প্রতি তাঁর নিষ্ঠা রয়েছে। স্বাভাবিকভাবে আমাদের সবার অভিভাবক তিনি। দেওয়ালির শুভ কামনা জানানোর এসেছিলাম। অন্যের দলের মধ্যেও গুণী লোকজন আছেন। অশোকদার কাছে অনেক শেখার আছে।

আর তৃণমূল নেতা রঞ্জন সরকার বলেন, এই শহরে তো সাংসদকে খুঁজে পাওয়া যায় না। যে ভদ্রলোকের কাছে উনি গিয়েছিলেন তাঁর সঙ্গে বিজেপির দীর্ঘদিনের সখ্যতা রয়েছে। সিপিএম বিজেপি একসঙ্গে মিলে আছে।

বাংলার মুখ খবর

Latest News

'পছন্দ হল?' হংকংয়ে পুরুষ নার্সের গোপনাঙ্গ ছোঁয়ার চেষ্টার অভিযোগ সন্দীপের নামে DPL T20 চ্যাম্পিয়ন ইস্ট দিল্লি রাইডার্স!রুদ্ধশ্বাস ফাইনালে দঃ দিল্লি হারল ৩ রানে প্রথম অভিযোগ এনেছিলেন তিনিই, অরিন্দম সাসপেন্ড হতেই রূপাঞ্জনা বললেন, ‘দরকারে…’ ‘‌গোটা দেশ এই ঘটনায় উদ্বিগ্ন’‌, আরজি কর হাসপাতাল কাণ্ডে মুখ খুললেন মোহন ভাগবত ছুটে আসছে ট্রেন, রেল লাইনে রাখা গ্যাস সিলিন্ডার! পরিকল্পনা করে ‘দুর্ঘটনার ছক’ আজ জিতলেই ম্যানোলোর কোচিংয়ে প্রথম Intercontinental Cup জিতবে ভারত, সামনে সিরিয়া… ৫১টি স্কুলের প্রাক্তনীরা আরজি করের বিচারের দাবিতে গেলেন গড়িয়াহাট থেকে রাসবিহারী 'মেয়ে বাড়ি ফিরুক, চান তো?', ‘প্রশ্নফাঁস’ নিয়ে বলায় MBBS কলেজের অধ্যক্ষকে হুমকি নেশনস লিগে বড় জয় স্পেনের! জিতল ক্রোয়েশিয়াও! আজ মাঠে নামছে দুই বিশ্বচ্যাম্পিয়ন… ‘‌মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করুন’‌, ইডিকে চিঠি লিখে দাবি বিজেপি সাংসদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.