সূর্য যখন মধ্যগগনে আগুন ঝরাচ্ছে তখন ফের একবার শালীনতার মাত্রা ছাড়ালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। মঙ্গলবার সোনামুখিতে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় থানার আইসিকে তুই - তোকারি করেন তিনি। আইসিকে হুমকি দিয়ে বলেন, ‘আইসি তোর বাড়িতে মা - বোন নেই?’
এদিন সৌমিত্রবাবুকে বলতে শোনা যায়, ‘আইসি অনেকদিন ধরে দাদাগিরি করছে আমি জানি। আইসি শুনে রাখ, তোর বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার। যদি করতে আসিস তোর পরিবার আছে। আমরাও দেখে নেব। তুই গ্রাম বাংলার মা - বোনকে হুমকি দিবি? তোর ঘরে মা - বোন নেই আইসি। এই আইসিকে হাই কোর্টে ডেকে পাঠাব। যে দুর্নীতি হয়েছে তা আমরা তুলে ধরব।’
সৌমিত্র খানের মন্তব্যের নিন্দা করে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘বিজেপি একটি সন্ত্রাসবাদী, অসামাজিক দল। তার কোন নেতা কী বলল তাতে কিছু যায় আসে না।’ সিপিএম নেতা শমীক লাহিড়ী বলেন, ‘যে তৃণমূল অনুব্রত মণ্ডলের বক্তব্যকে সমর্থন করে তারা সৌমিত্র খাঁর বক্তব্যের বিরোধিতা করবে কী করে? এরা আসলে একই মুদ্রার ২ পিঠ। রাজনীতিকে দূষিত করছে এই ২ দল।’