আজ অভিযান শুরুর আগেই আটক করা হয়েছিল শুভেন্দু অধিকারীকে। এদিকে হাওড়া এবং সাঁতরাগাছিতে হিংসার দৃশ্য ফুটে ওঠে। অপরদিকে শুভেন্দুর মুক্তির দাবিতে বিজেপির ‘নবান্ন অভিযান’ কার্যত ‘লালবাজার অভিযানে’ পরিণত হয়। লালবাজারের কাছেই এমজি রোডে পুলিশের এক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আজকে তিনটি মিছিলেই অনেক বিজেপি কর্মী এবং পুলিশ কর্মী জখম হয়েছেন। নবান্ন অভিযান সংক্রান্ত যাবতীয় লাইভ খবর এবং ব্রেকিং আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
রিপোর্ট চাইল হাইকোর্ট
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এদিন বলে যে আগামী সোমবারের (১৯ সেপ্টেম্বর) মধ্যে নবান্ন অভিযান নিয়ে রিপোর্ট দিতে হবে স্বরাষ্ট্রসচিবকে। একই সঙ্গে বেআইনি ভাবে যাতে কোনও কর্মীকে গ্রেফতার করে না রাখা হয় সেটাও নিশ্চিত করতে বলেন বিচারপতিরা।
সাঁতরাগাছি এখনও উত্তপ্ত
পরিস্থিতি সামাল দিতে ব্যারাকপুর কমিশানারেট থেকে অতিরিক্ত বাহিনী গিয়েছে সাঁতরাগাছিতে। দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান থেকে এখনও বিক্ষিপ্ত ঝামেলার খবর পাওয়া যাচ্ছে।
নবান্ন অভিযানকে গুরুত্ব দিতে নারাজ মমতার
খড়গপুরে ২ মেদিনীপুর জেলা নেতৃত্বের বৈঠকে আজ মমতা বলেন, ‘বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি। বেলুন ফুটো হয়ে গিয়েছে, গুরুত্ব দেওয়ার দরকার নেই।’
বিজেপির রাজ্য দফতরের সামনে বিশাল পুলিশ বাহিনী
মুরলীধর সেন স্ট্রিটে বিজেপির রাজ্য দফতরের সামনে বিশাল পুলিশ বাহিনী। পুলিশের গাড়িতে আগুন লাগার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
‘নৈতিক জয়’
শেষমেষ সাঁতরাগাছির বিক্ষোভ মুলতুব করল বিজেপি কর্মীরা। তাদের তরফে জানানো হয়েছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে। আজকের এই কর্মসূচি বিজেপির ‘নৈতিক জয়’ বলে আখ্যা দিল বিজেপি কর্মীরা।
ব্যারিকেড খোলার কাজ শুরু
হাওড়া ময়দানে ব্যারিকেড খোলার কাজ শুরু হল। হাওড়া ময়দানের পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। সেখানে কোনও বিজেপি কর্মী আর বিক্ষোভ প্রদর্শন করছেন না। সুকান্ত মজুমদারকে আটক করার পর পুরো এলাকায় কার্যত নিজেদের নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এখনও উত্তপ্ত সাঁতরাগাছি
সাঁতরাগাছি স্টেশন লাগোয়া রাস্তায় বিক্ষোভ জারি বিজেপি কর্মীদের। বিক্ষোভকারীদের দাবি, শুভেন্দু অধিকারীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। বিজেপি কর্মী-সমর্থকদের অভিযোগ, পুলিশই আগে ইট ছুঁড়েছিল। এদিকে কোনা এক্সপ্রেসওয়ে এখন পুলিশের ‘দখলে’।
মহিলা পুলিশকর্মীকে 'গুন্ডি' বলে সম্বোধন শুভেন্দুর
লালবাজার থেকে ফেসবুক লাইভে শুভেন্দু বলেন, ‘জগিং করার পোশাক পরে কিছু মহিলা পুলিশ কর্মী ছিলেন ওখানে। পোশাক নিয়ে আমি কিছু বলতে চাই না। সাধারণ ভাবে আমরা যাদের গুন্ডা বলি। লিঙ্গ পরিবর্তন করলে হয় গুন্ডি। তারা রাহুল সিনহাকে চোখে, হাতে আঁচড়ে দিয়েছে। বাড়িতে স্বামী-স্ত্রী বা শ্বশুর-বউমা ঝগড়া হলে যেমন হয় তেমন ভাবে আঁচড়ে দিয়েছে।’
‘পুলিশের গাড়িতে আগুন লাগানোর নেপথ্যে পুলিশই’
এমজি রোডে পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনায় পুলিশকেই দুষলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি দাবি করেন, বিজেপি নয় বরং পুলিশই এই অগ্নি সংযোগের সঙ্গে জড়িত।
শুভেন্দুকে আক্রমণ কুণালের
শুভেন্দুকে আক্রমণ শানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন কুণাল ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে গেলে পুলিশকে যুদ্ধ করতে হত। আর আজ তিনজন মহিলা পুলিশকর্মী ঘিরে রেখেছিলেন বলে শুভেন্দু বলে ওঠেন – নো নো ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। লজ্জাবতী লতা আমার আলুভাতে... হাঁটতে হাঁটতে চলে গেল। এ তো হাস্যকর! এতবড় অপদার্থ বিরোধী দলনেতা।’ পড়ুন বিস্তারিত
আটক সুকান্ত মজুমদার
হাওড়া ময়দান থেকে বিজেপি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতা-কর্মীদের আটক করেছে পুলিশ। জ্যোতির্ময় সিং মাহাতোকেও আটক করা হয়েছে। সুকান্ত মজুমদার অভিযোগ করেন, তাঁর ঘাড়ে চোট লাগে। সুকান্ত দাবি করেন, তাঁরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করতে চেয়েছিলেন। তবে পুলিশ তা করতে দেয়নি। তাই উত্তেজনা ছড়ায়।
রণক্ষেত্র এমজি রোড
এমজি রোডে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ায় সেই এলাকায় আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দেয়। এরপরই তড়িঘড়ি দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
জখম একজন ACP
অ্যাসিস্টেন্ট কমিশনার পদ মর্যাদার এক পুলিশ আধিকারিক হাওড়ায় জখম হন বিজেপি কর্মীদের অতর্কিত হামলায়। জখম কর্তার নাম দেবদীপ চট্টোপাধ্যায়। মহাত্মা গান্ধী রোডে পুলিশের গাড়িতে ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়।
সাঁতরাগাছি স্টেশন থেকে ‘হামলা’ BJP কর্মীদের
সাঁতরাগাছির স্টেশনে আশ্রয় নিয়েছে বিক্ষোভকারী বিজেপি কর্মী-সমর্থকরা। সেখান থেকে পুলিশের উদ্দেশে ছুঁড়ে আসছে ইট। এই আবহে পুলিশও ফের বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে তৎপর হয়েছে পুলিশ।
BJP অভিযানের বিরোধিতায় করা মামলা গ্রহণ করল HC
মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে পুলিশের অনুমতি ছিল না। অথচ এই কর্মসূচির জেরে নারাল হতে হয় সাধারণ মানুষকে। এমনকী অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে পড়ে। সেখানে ছিলেন ক্যান্সার রোগী। এই বিজেপির নবান্ন অভিযানের বিরোধিতায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। হলফনামায় মামলাকারী ব্যক্তি উল্লেখ করেছেন, বিজেপির এই অভিযানের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশিকাও যুক্ত করেন তিনি। তাতে মামলা দায়ের করার অনুমতি দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।
সাঁতরাগাছিতে ফের উত্তেজনা
সাঁতরাগাছিতে ফের উত্তেজনা। বিজেপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়ছে। সেখানে পুলিশ ফের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুঁড়ছে।
হাওড়া ময়দানে অবস্থান বিক্ষোভ বিজেপির
হাওড়া ময়দানে বঙ্গবাসী মোড়ে অবস্থান বিক্ষোভ বিজেপির। ব্যারিকেডের সামনেই বসে পড়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকরা। বিজেপি কর্মীদের অভিযোগ, পুলিশ দলদাসে পরিণত হয়েছে। পুলিশ পাথর, বোমা ছুঁড়েছে বলে অভিযোগ ওঠে।
জখম পুলিশকর্মী
হাওড়ায় বিজেপি কর্মীদের প্রহারে ডান চোখে জখম হন এক পুলিশকর্মী। একটি দোকানে নিয়ে গিয়ে তাঁকে বসানো হয়। জখম পুলিশকর্মীর ডান চোখ ফুলে গিয়েছে। রক্তের বিন্দুও দেখা গিয়েছে।
রণক্ষেত্র লালবাজার
রণক্ষেত্রে পরিণত হয়েছে লালবাজার। বিজেপি কর্মীদের ইটবৃষ্টির জবাবে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে পুলিশ।
‘বোমা মারছে পুলিশ’
সুকান্ত মজুমদার হেলমেট পরে পুলিশের সঙ্গে বচসায় জড়ান। অভিযোগ, জল কামানের জন্য বিদ্যুতের তারে শর্ট সার্কিট হয়েছে। সুকান্তবাবু আরও অভিযোগ করেন, বোমা মারা হচ্ছে পুলিশের তরফে। বঙ্গবাসী মোড়েই অবস্থান বিক্ষোভে বসেন সুকান্ত মজুমদার। সেখানে বসেই ‘পিসি চোর, সবাই চোর’ স্লোগান দেন সুকান্ত।
বিজেপি কাউন্সিলরের মাথায় চোট
বিজেপির কাউন্সিলর মীনা দেবী পুরোহিত অভিযোগ করেন তাঁর মাথায় পুলিশ লাঠি দিয়ে মারে। তিনি জখম হয়ে পুলিশের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেন।
লালবাজারে বিজেপির মিছিল
বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে এগোনো একটি মিছিল আচমকা লালবাজারমুখী হয়। কলকাতা পুলিশ কিছু বুঝে ওঠার আগেই লালবাজারের মূল ফটকে পৌঁছে যান বিজেপি কর্মীরা।
হাওড়ায় খণ্ডযুদ্ধ পুলিশ ও বিজেপি কর্মীদের
হাওড়ায় ইট বৃষ্টি শুরু করল বিজেপি কর্মীরা। হাওড়া ব্রিজের মুখে বিজেপি কর্মীদের ঠেকাতে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে পুলিশ।
জখম বিজেপি কর্মী
হাওড়া ময়দানে লোহার ব্যারিকেডের উপর উঠে পড়েন বিজেপি কর্মীরা। জল কামানের সামনে দাঁড়িয়ে গেরুয়া শিবিরের কর্মী, সমর্থকরা। এদিকে হাওড়া ময়দানের মিছিলের বেশ কয়েকজন জখম হয়েছেন।
হাওড়ায় ধুন্ধুমার
সুকান্ত মজুমদারের নেতৃত্বে শুরু হওয়া হাওড়া ময়দানের মিছিলে ধুন্ধুমার। বঙ্গবাসী মোড়ে বিজেপির মিছিলকে আটকানো হয়। মিছিল ছত্রভঙ্গ করতে জল কামান ছোঁড়ে পুলিশ। এদিকে যাতে পুলিশকে লক্ষ্য করে কোনও ইট না ছোঁড়া হয়, কর্মীদের প্রতি সেই আবেদন জানান সুকান্ত মজুমদার। শান্তি বজায় রাখার বার্তা দিচ্ছে বিজেপি নেতৃত্ব। এদিকে পুলিশের জলকামানের সামনেও এখনও জমি ছাড়তে নারাজ বিজেপি কর্মী।
‘পুলিশের মধ্যেও আমার লোক আছে’, বিস্ফোরক শুভেন্দু
এর আগে ডিএ মন্ত্রে পুলিশ কর্মীদের ‘মন ভোলানোর’ চেষ্টা করেছিলেন নন্দীগ্রামের বিধায়ক। আর আজ শুভেন্দু বলেন, পুলিশের মধ্যেও আমার লোক আছে। পড়ুন বিস্তারিত
‘ইয়ার্কি মারছেন আমার সঙ্গে?’
শুভেন্দু পুলিশকে প্রশ্ন করেন, ‘ইয়ার্কি মারছেন আমার সঙ্গে?’ হাই কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু। পরে বিরোধী দলনেতা, সাংসদকে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। আটক করা হয় বিজেপি নেতা রাহুল সিনহাকেও। বিস্তারিত পড়ুন এখানে
সাঁতরাগাছিতে ইট বৃষ্টি, পালটা জল কামান পুলিশের
নবান্ন থেকে আড়াই কিমি দূরে কোনা এক্সপ্রেসওয়েতে যে ব্যারিকেড তৈরি করা হয়েছে, তা ভাঙার চেষ্টা করছেন বিজেপির কর্মীরা। ইট ছোঁড়া হয়। জল কামান চালায় পুলিশ। 'বজ্র' থেকে কাঁদানে গ্যাসের শেল ছঁড়ছে পুলিশ।
এগোতে শুরু করল দিলীপের মিছিল
কলেজ স্ট্রিট থেকে দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিল শুরু হয়েছে। এখনও সেই মিছিলকে পুলিশ আটকায়নি।
সুকান্তর মিছিল পা বাড়াল
হাওড়া স্টেশন থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে নবান্নমুখী মিছিল শুরু হয়েছে। দক্ষিণ আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পালও রয়েছেন এই মিছিলে। প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষও এই মিছিলে পা মেলাচ্ছেন।
‘সাবস্টিটিউট ক্যাপ্টেন’ সৌমিত্র খাঁ
শুভেন্দুকে পুলিশ আটক করে নিয়ে যাওয়ায় সাঁতরাগাছি থেকে শুরু হওয়া বিজেপির মিছিলের নেতৃত্ব দেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। মিছিলে পা মেলাচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিজেপি বিধায়ক অশোক ডিন্ডা।
তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার ৪১ নম্বর জাতীয় সড়কের উপরে সোনাপেত্যা টোল প্লাজায় তৃণমূলের প্রধান তারকা জানাকে মারধর করা হয় বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর ব্যানার, ফেস্টুন ছেড়ার প্রতিবাদ করায় এই হামলা বলে দাবি।
আটক করা হল শুভেন্দ-লকেটকে
পুলিশের প্রিজন ভ্যানে তুলে আটক করা হল শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহাকে। এদিন পুলিশকর্মী শুভেন্দুকে ভ্যানে তুলতে এগোলে শুভেন্দু মহিলা পুলিশকর্মীর উদ্দেশে বলেন, ‘আপনি মহিলা। আমার গায়ে হাত দেবেন না।’ এরপর শুভেন্দু পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
আটকে দেওয়া হল শুভেন্দুকে
পিটিএস-এ আটকে দেওয়া হল শুভেন্দু অধিকারীকে। পুলিশের সঙ্গে বচসায় জড়ার বিরোধী দলনেতা। তিনি পুলিশকে জিজ্ঞেস করেন, ‘আমি কি সাঁতার কেটে যাব?’ ব্যারিকেড ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করেন শুভেন্দু।
বিটি রোডে বিজেপি কর্মীদের বাধা পুলিশের
বিটি রোডে ডানলপ মোড়ে বিজেপি কর্মীদের বাধা পুলিশের। বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করায় তাদের বাধা দেয় পুলিশ।
কুলপিতে বিজেপি-র গাড়ি আকটানোর অভিযোগ
বিজেপির নবান্ন অভিযানে যাওয়ার পথে কুলপির রামকৃষ্ণপুর ১১৭ নং জাতীয় সড়কে বিজেপি কর্মীদের গাড়ি আটকে দেয় পুলিশ। এরই জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপির অভিযোগ, পুলিশ ইচ্ছাকৃতভাবে তাদের গাড়ি আটকেছে যাতে নবান্ন অভিযানে বিজেপি কর্মী সমর্থকেরা যেতে না পারে।
টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির
বিজেপির কর্মী-সমর্থকদের নবান্ন অভিযানে যেতে বাধা পুলিশের। তার প্রতিবাদে খেজুরির তেখালি মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের।
বিজেপির অভিযানের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা
বিজেপির নবান্ন অভিযানের বিরোধিতায় মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। আবেদনকারীর দাবি, জাতীয় সড়ক আটকে সভা করার উপর সুপ্রিম নিষেধাজ্ঞা রয়েছে। এই আবহে বিজেপির অভিযানের বিরুদ্ধে উচ্চ আদালতের হস্তক্ষেপ দাবি করা হয়েছে।
‘মমতার ভীরুতার প্রতীক ব্যারিকেড’, খোঁচা শুভেন্দুর
শুভেন্দু অধিকারী টুইট করে লেখেন, ‘গণতান্ত্রিক ভাবে করা এক রাজনৈতিক কর্মসূচিকে শেষ করে দেওয়ার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে মমতার পুলিশ। সাঁতরাগাছিতে স্টিলের ব্যরিকেড তাঁর উদ্বেগ ও ভীরুতার প্রতীক।’
গাড়ি আটকেছে পুলিশ, পায়ে হেঁটে নবান্ন অভিযানে বিধায়ক
নবান্ন অভিযানে অংশ নিচে যাওয়ার পথে ডানকুনিতে দিল্লি রোডের উপর পুলিশের বাঁধা সম্মুখীন হন পুড়শুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ, শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক সহ কয়েশ বিজেপির কর্মী সমর্থক। পরে তাঁদের গাড়ি আটকে দেয় পুলিশ। এর ফলে বিধায়ক দলীয় কর্মীদের নিয়ে পায়ে হেঁটেই নবান্ন অভিযানে রওনা দেন।
হয়রানির শিকার আম জনতা
বিজেপির নবান্ন অভিযান ঘিরে চূড়ান্ত হয়রানির শিকার আম জনতা। বিজেপির অভিযোগ, নবান্ন অভিযান আটকাতেই যানজট তৈরি করছে পুলিশ। এদিকে ভোগান্তি পোহানো যাত্রীদের দাবি, তীব্র যানজটে আটকে ছিলেন এক ক্যান্সার আক্রান্তও।
‘যেখানে আটকাবে, সেখানেই বসে পড়ব’, হুঁশিয়ারি দিলীপের
মঙ্গলবার শিয়ালদা স্টেশন চত্বরে বিজেপির একটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানেই দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলেন, ‘কোনও বাধাতেই এই কর্মসূচি রোখা যাবে না। যেখানে আমাদের আটকানো হবে, সেখানেই দলীয় কর্মী–সমর্থকরা বসে পড়বেন। যেভাবে বাধা বিঘ্ন উপেক্ষা করে সকলে এসেছেন, ধন্যবাদ জানাই। গতকাল থেকেই পুলিশ জেলায় জেলায় আমাদের কর্মীদের আটকানোর চেষ্টা করেছে। কিন্তু আমাদের বিধায়করা এগিয়ে এসেছেন। বাধা অতিক্রম করে কলকাতায় এসেছেন।’
‘দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ’
সুকান্ত মজুমদারের ডাকে নবান্ন অভিযান সফল করতে এদিন সকাল সাড়ে আটটার কাটোয়া হাওড়া লোকালে করে নবদ্বীপ ধাম স্টেশন থেকে শতাধিক বিজেপি কর্মী সমর্থক ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। এ বিষয়ে বিজেপির রাজ্য মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা অপর্ণা নন্দী বলেন, পশ্চিমবঙ্গে লাগামছাড়া দুর্নীতি, একের পর এক সন্ত্রাস এবং তৃণমূলের একটি দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে আজ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নবান্ন অভিযানে যাচ্ছি।
নবান্ন অভিযানে ব্যাপক ক্ষুব্ধ হাওড়ার ব্যবসায়ী মহল
বিজেপির নবান্ন অভিযানে ব্যাপক ক্ষুব্ধ হাওড়ার ব্যবসায়ী মহল। একদিকে মঙ্গলাহাট, অন্যদিকে হাওড়া ময়দান চত্বর। এখানে জামাকাপড়ের অজস্র দোকান। তাই দুর্গাপুজোর আগে ব্যবসায়ীরা কোটি কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন।
দশজন বিজেপি কর্মীকে আটক রামপুরহাটে
বিজেপি কর্মীদের নবান্ন অভিযানে যেতে বাধা দিচ্ছে পুলিশ। রামপুরহাটে দশজন বিজেপি কর্মীকে আটক করল পুলিশ।
গার্ডরেলে ঘিরে দেওয়া হল সাঁতরাগাছি কোনা এক্সপ্রেসওয়ে
গার্ডরেলে ঘিরে দেওয়া হল সাঁতরাগাছি কোনা এক্সপ্রেসওয়ে। গার্ডেলকে মজবুত করতে ইলেকট্রিক ওয়েল্ডিংয়ের মাধ্যমে রাস্তার সঙ্গে গর্ত করে বসিয়ে দেওয়া হয় গার্ডরেল। পাশাপাশি প্রচুর পরিমাণে পুলিশ ও দুটি জলকামানও মোতায়েন করা হয়েছে।
বোলপুর স্টেশনে বিজেপির কর্মীদের আটকাল পুলিশ
নবান্ন অভিযান কর্মসূচিতে যাওয়ার আগে বোলপুর স্টেশনে বিজেপির কর্মীদের পুলিশ আটকালে পুলিশের সঙ্গে বচসা বেধে যায় বিজেপি কর্মী সমর্থকদের।
রানিগঞ্জ স্টেশনে বিজেপি কর্মীদের ঢুকতে বাধা পুলিশের
রানিগঞ্জ স্টেশনে বিজেপি কর্মীদের ঢুকতে বাধা পুলিশের। বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ।
নবান্ন অভিযানে যেতে বাধা বিজেপি বিধায়ককে
কলকাতায় বিজেপির নবান্ন অভিযানে যেতে বাধা দেওয়া হয়েছে বিজেপি বিধায়ককে। সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী জানান , রসুলপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমার গাড়ি আটকে দেয় পাত্রসায়ের থানার ওসিকে ফোন করা হলেও তিনি যায়নি এবং সেখান থেকে ফিরে এসে পাত্রসায়ের থানায় অবস্থান-বিক্ষোভ করি।
লড়াইয়ের ডাক সুকান্তর
কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে লড়াইয়ের ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, সরকার বিজেপির ভয়ে কাঁপছে। বিভিন্ন জেলা থেকে আগত বিজেপি কর্মী, সমর্থকদের সঙ্গে দেখা করতে এদিন সকালেই হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। বিস্তারিত পড়ুন এখানে
হাওড়া ময়দানে লোহার ব্যারিকেড
হাওড়া সিটি পুলিশের তরফ থেকে হাওড়া ময়দানে লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আনা হয়েছে জল কামান। বিজেপির নবান্ন অভিযান ঘিরে দ্বিতীয় হুগলী সেতুতে গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। পুলিশি তৎপরতা চোখে পড়ার মতো।
শহরের নিরাপত্তার দায়িত্বে ১৮ ডিসিপি
১৮ জন ডেপুটি কমিশনার, ৩২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৬২ জন ইন্সপেক্টর, ৫ জন জয়েন্ট পুলিশ কমিশনার, স্পেশাল পুলিশ কমিশনার-সহ একাধিক উচ্চপদস্থ পুলিশকর্তা দায়িত্বে থাকবেন আজ।
‘রাজ্যে হিংসা ছড়ানো হতে পারে’
আসানসোল–দুর্গাপুর কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক মোদী বলেন, ‘ভিন রাজ্য থেকে দুষ্কৃতী নিয়ে এসে রাজ্যে হিংসা ছড়াতে পারে বলে সতর্কবার্তা রয়েছে। আমরাও চূড়ান্তভাবে তৎপর রয়েছি। ঝাড়খণ্ড সীমানা পেরিয়ে আসা গাড়িগুলির উপর বিশেষ নজর রাখা হচ্ছে।’
তল্লাশি অভিযান পুলিশের
বাংলা–ঝাড়খণ্ড সীমানায় তল্লাশি, নাকা চেকিং শুরু করা হয়েছে। এখানে বহিরাগতরা কোন কোন হোটেলে এসে উঠছে, সেই তথ্যও জোগাড় করছে পুলিশ।
বড় দাবি গোয়েন্দাদের
গোয়েন্দারা সুনির্দিষ্ট সূত্রে জেনেছেন, নবান্ন অভিযানকে সামনে রেখে বড়সড় অশান্তি পাকানোর পরিকল্পনা করা হয়েছে। বিহার, ঝাড়খণ্ড থেকে সশস্ত্র দুষ্কৃতী এনে গোলমাল পাকানোর ছক বাস্তবায়িত করা হবে। দাবি, আসানসোল–দুর্গাপুর শিল্পাঞ্চলকে করিডর করে নবান্নের পথে পাড়ি দেবে দুষ্কৃতীরা।
হাওড়া সেতু এড়িয়ে যাওয়ার পরামর্শ পুলিশের
সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। বেলা ১২ টা থেকে বিকেল চারটে পর্যন্ত হাওড়া সেতু এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। ভোর চারটে থেকে রাত আটটা পর্যন্ত কলকাতা শহরে পণ্যবাহী গাড়ি ঢুকতে দেওয়া হবে না।
দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে
সকাল ৮ টা থেকে বিজেপির নবান্ন অভিযান শেষ না হওয়া পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। পরিবর্তে এজেসি বোস রোড-এক্সাইড ক্রসিং-এজেসি বোস রোডের পূর্ব দিক-এপিসি রোডের উত্তর দিক অথবা এজেসি বোস রোড-জওহরলাল নেহরু রোড-সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উত্তর দিক থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে।
স্ট্র্যান্ড রোডে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে
বেলা ১২ টা থেকে বিজেপির নবান্ন অভিযান শেষ না হওয়া পর্যন্ত থেকে কিংসওয়ে মোড় থেকে স্ট্র্যান্ড রোডের দিকে যাওয়া উত্তরমুখী গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পরিবর্তে সেই গাড়িগুলি কিংসওয়ে-রানি রাসমণি অ্যাভিনিউ-সেন্ট্রাল অ্যাভিনিউ বা কিংসওয়ে-রানি রাসমণি অ্যাভিনিউ-রেড রোড থেকে দক্ষিণ দিকে ঘুরে যাওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।
গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে মহাত্মা গান্ধী রোডে
বেলা ১২ টা থেকে বিজেপির নবান্ন অভিযান শেষ না হওয়া পর্যন্ত মহাত্মা গান্ধী রোডে (আমহার্স্ট স্ট্রিট ক্রসিং থেকে পশ্চিমমুখী গাড়ি) গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পরিবর্তে এপিসি রোড-এজেসি রোড বা শিয়ালদা ফ্লাইওভার-মহাত্মা গান্ধী রোড-আমহার্স্ট স্ট্রিট-বি বি গাঙ্গুলি স্ট্রিট বা সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দক্ষিণ দিক থেকে গাড়ি ঘোরানোর পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ।
কলেজ স্ট্রিটে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ
আজ সকাল ১১ টা থেকে দুপুর ৩টে পর্যন্ত নলিন চন্দ্র স্ট্রিট এবং কলেজ স্ট্রিটে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। পরিবর্তে লেনিন সরণি-মৌলালি-এজেসি বোস রোড দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে।
বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকবে আজ
নবান্ন অভিযানের জন্য কলকাতা এবং কলকাতা-হাওড়া সংযোগকারী একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকবে আজ। কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার কয়েক ঘণ্টার জন্য কলেজ স্ট্রিট, মহাত্মা গান্ধী রোড, স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ এবং দ্বিতীয় হুগলি ব্রিজ বন্ধ থাকবে। সেইসময় ওই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
ভিডিয়ো রেকর্ডিং করবে পুলিশ
বিজেপির মিছিল ঠেকাতে থাকবে হাওড়া ব্রিজে। এই ব্যারিকেডের দায়িত্বে থাকবেন দময়ন্তী সেন। দ্বিতীয় হুগলি ব্রিজের শুরুতেও একটি ব্যারিকেড থাকবে। এই ব্যারিকেডের দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার হরিকিশোর কুসুমাকর। টার্ম ভিউ রোড, ফার্লং গেট, হেস্টিংস মাজার পয়েন্টে একাধিক ডিসি পদমর্যাদার আধিকারিকের দায়িত্বে ব্যারিকেড দেওয়া হয়েছে। মিছিলের ভিডিয়ো রেকর্ডিং করবে পুলিশ।
প্রস্তুত পুলিশ
হাওড়া ব্রিজ-সহ পাঁচ পয়েন্টে ব্যারিকেড দিয়েছে পুলিশ। শহর জুড়ে মোট ৪ হাজার পুলিশকর্মীকে মোতায়েন করা হয়েছে। প্রস্তুত থাকছে টিয়ার গ্যাস, জলকামান। কলেজ স্কোয়ারে ১৪৪ ধারা করা হয়েছে।
তিনদিক থেকে নবান্নের দিকে এগোবে বিজেপি
সকাল থেকেই একের পর এক ট্রেনে করে শহরে পা রাখতে শুরু করেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। আজ তিনটি মিছিল করে নবান্নের দিকে এগোবে বিজেপি। কলেজ স্কোয়ারে মিছিলের নেতৃত্ব দেবেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। সাঁতরাগাছি থেকে মিছিলের নেতৃত্বে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাওড়া ময়দানের মিছিলেন নেতৃত্বে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।