বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘‌কেন আসল মাথাদের ধরা হচ্ছে না?’‌, আনিস কাণ্ডে খোঁচা দিলেন দিলীপ ঘোষ

‘‌কেন আসল মাথাদের ধরা হচ্ছে না?’‌, আনিস কাণ্ডে খোঁচা দিলেন দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ। নিজস্ব ছবি।

ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবাংশু ভট্টাচার্য ফেসবুক লাইভে আনিস খানকে নিজেদের বলে দাবি করেছেন।

আনিস কাণ্ডে দু’‌জন পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। নবান্ন থেকে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর বিষয়টি নিয়ে মুখ খোলেন রাজ্য পুলিশের ডিজি। এবার এই ইস্যুতে মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনকে খোঁচা দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি প্রশ্ন তুলেছেন, কেন এসপি’‌র বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে না?‌ নিচুতলার দুই কর্মীকে গ্রেফতার কেন করা হল? পালটা তুলোধনা করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন।

ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?‌ আনিস কাণ্ড নিয়ে বৃহস্পতিবার খড়গপুরে বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‌কেন আসল মাথাদের ধরা হচ্ছে না? এসপিকে বাদ দিয়ে নিচুতলার কর্মীদের গ্রেফতার করে লাভ কী? আসলে তদন্ত প্রভাবিত করতে পারেন উঁচুতলার আধিকারিকরা। কিন্তু তাঁরা ঘুরে বেড়াচ্ছেন। সিট আসল তদন্তই করছে না। ওরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আসল তদন্ত না হলে বুঝতে হবে সরকারই খুন করেছে।’‌

ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবাংশু ভট্টাচার্য ফেসবুক লাইভে আনিস খানকে নিজেদের বলে দাবি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আনিস খান তাঁর ফেবারিট ছেলে। এসএফআই আনিস খানকে নিজেদের বলে দাবি করতে শুরু করেছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও আনিস খানকে তাঁর দলের ঘনিষ্ঠ বলে দাবি করেছেন।

ঠিক কী বলেছেন শান্তনু সেন?‌ দিলীপ ঘোষের মন্তব্যের পালটা দিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন বলেন, ‘‌উনি হয়তো শোনেননি গতকাল ডিজি কী জানিয়েছেন। সাফ বলা হয়েছে, তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি। দিলীপবাবু সম্ভবত জানেন না যে তদন্ত নিচুতলা থেকেই হয়। পরবর্তীতে কেউ গ্রেফতার হবে না একেবারেই তেমনটা নয়।’‌

বন্ধ করুন