বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Dilip-Anubrata: ‘‌কেন্দ্রীয় বাহিনী দিয়ে অনুব্রতকে তোলা উচিত’‌, কড়া আক্রমণ করলেন দিলীপ ঘোষ

Dilip-Anubrata: ‘‌কেন্দ্রীয় বাহিনী দিয়ে অনুব্রতকে তোলা উচিত’‌, কড়া আক্রমণ করলেন দিলীপ ঘোষ

বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ফাইল ছবি

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। বিশেষ আদালতের নির্দেশে এখন তিনি জেলবন্দি। আইন অনুযায়ী এখনও পর্যন্ত সিবিআই কোর্টের বিচারাধীন তিনি। তাই তাঁর দিল্লিযাত্রা কীভাবে হবে, তার সঠিক দিশা দেখাতে পারে সিবিআই আদালত। এই কারণেই আদালতের দ্বারস্থ হচ্ছে জেল কর্তৃপক্ষ। 

শনিবারই অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সুতরাং তাঁর দিল্লিযাত্রা নিশ্চিত। কিন্তু, কার তত্ত্বাবধানে কেষ্ট দিল্লি যাবেন?‌ এই নিয়ে রবিবার দিনভর এবং আজ, সোমবারও টানাপোড়েন চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং পুলিশের মধ্যে। আর বেকায়দায় পড়েছে আসানসোল জেলা সংশোধনাগার কর্তৃপক্ষ। প্রথামাফিক কোনও বন্দিকে কখন, কীভাবে হস্তান্তর করা হবে, সেই দায়িত্ব জেলের। তার উদ্যোগীও নেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ তাতে সাড়া দেয়নি বলে সূত্রের খবর। ইডিও কেষ্টকে দিল্লি নিয়ে যেতে তৎপরতা দেখায়নি। এই পরিস্থিতিতে আজ সোমবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেল কর্তৃপক্ষ। তবে কড়া আক্রমণ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ।

সমস্যাটি ঠিক কী হয়েছে?‌ আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জেল কর্তৃপক্ষকে চিঠি লিখে জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী ইডিকেই প্রোডাকশন ওয়ারেন্ট কার্যকর করতে হবে। কলকাতায় কীভাবে বিচারাধীন বন্দিকে তাদের হস্তান্তর করতে হবে, তার সুনির্দিষ্ট কোনও তথ্য পুলিশের কাছে এসে পৌঁছয়নি। তাই পুলিশ আপাতত হাত গুটিয়ে বসে আছে। জেল কর্তৃপক্ষকে ইডি জানিয়েছে, সায়গল হোসেনকে যেভাবে পুলিশ এসকর্ট করে নয়াদিল্লিতে পাঠানোর বন্দোবস্ত করেছিল, সেভাবেই কেষ্টকেও পাঠানো হোক। ইডি–পুলিশের মধ্যে এই ঠেলাঠেলিতে আদালতের নির্দেশ কার্যকর করা সম্ভব হয়নি। তাতে চাপ বাড়ছে আসানসোল জেল কর্তৃপক্ষের।

ঠিক কী বলেছেন দিলীপ?‌ এই বিষয়ে সুর চড়িয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তিনি আজ বলেন, ‘‌রাজ্য সরকার সরাসরি মুখ্যমন্ত্রী, তাঁর ভাইপো, তৃণমূল কংগ্রেসের নেতাদের নিরাপত্তা দিতে পারছে। অথচ অনুব্রত মণ্ডলকে নিরাপত্তা দিতে পারছে না? সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী দিয়ে অনুব্রতকে তুলে নিয়ে যাওয়া উচিত।’‌ দিলীপের এই মন্তব্য চাপ বেড়েছে কেষ্টর বলে মনে করা হচ্ছে।

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। বিশেষ আদালতের নির্দেশে এখন তিনি জেলবন্দি। আইন অনুযায়ী এখনও পর্যন্ত সিবিআই কোর্টের বিচারাধীন তিনি। তাই তাঁর দিল্লিযাত্রা কীভাবে হবে, তার সঠিক দিশা দেখাতে পারে সিবিআই আদালত। এই কারণেই আদালতের দ্বারস্থ হচ্ছে জেল কর্তৃপক্ষ। তবে আদালতের ভিতরে ইডি’র তৎপরতা থাকলেও বাইরে কেন এত গড়িমসি?‌ তা নিয়ে প্রশ্ন উঠছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.