বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Dilip Ghosh: ‘‌এতদিন মুখ্যমন্ত্রী নিজেকে বাঁচানোর চেষ্টা করতেন’‌, সরাসরি আক্রমণ দিলীপ ঘোষের

Dilip Ghosh: ‘‌এতদিন মুখ্যমন্ত্রী নিজেকে বাঁচানোর চেষ্টা করতেন’‌, সরাসরি আক্রমণ দিলীপ ঘোষের

বিজেপির সর্বভারতীয় সহ– সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ

মালবাজারের তুরিবাড়ি পাথরঝোরা চা–বাগানে যান দিলীপ ঘোষ। সেখানে চা শ্রমিকদের নানা সমস্যা নিয়ে কথা বলেন তিনি। ওখানের একটি মন্দিরে পুজো দেন দিলীপ ঘোষ। চা–বাগানের শ্রমিকদের সঙ্গে জনসংযোগ করেন তিনি। আজ, বুধবার থেকে ডুয়ার্সের লাটাগুড়িতে একটি বেসরকারি রিসর্টে শুরু হচ্ছে দু’‌দিনের প্রশিক্ষণ শিবির।

এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতে চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। সেখানে উঠে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য। পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতি করেছেন বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এবার এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী আর কোনও অভিযোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন না। মালবাজারে জনসংযোগ কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কটাক্ষ করলেন।

ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?‌ ইডির চার্জশিটে উল্লেখ করেছে, অর্পিতা মুখোপাধ্যায় তদন্তকারীদের জানিয়েছেন, টাকা–গয়না পার্থ চট্টোপাধ্যায়ের। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ‘এখন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, অর্পিতা বলছেন পার্থর টাকা। মুখ্যমন্ত্রী সব জানেন। লোকের সামনে সব পরিষ্কার হয়ে যাচ্ছে। এতদিন মুখ্যমন্ত্রী নিজেকে বাঁচানোর চেষ্টা করতেন। গায়ে যাতে জল না লাগে। এখন তো জল পুরো মাথায় ঢেলে দেওয়া হয়েছে।’

কেন এমন বললেন মেদিনীপুরের সাংসদ?‌ পার্থ চট্টোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন। তিনি দুর্নীতিতে জড়িয়েছেন বলে গ্রেফতার করেছে ইডি। তাতে বঙ্গ–বিজেপি বেশ খানিকটা অক্সিজেন পেয়েছে। এমনকী অর্পিতা সব দোষ পার্থের ঘাড়ে চাপিয়ে রাজসাক্ষী হতে চেয়েছেন। তাই দিলীপ ঘোষ বলেন, ‘সরকার এখন নিজেকে বাঁচানোর জন্য ব্যস্ত, নেতা বাঁচাও, পরিবার বাঁচাও, সরকার বাঁচাও—এখন এই চলছে। সাধারণ মানুষকে কে বাঁচাবে?’

মালবাজারে কী করলেন বিজেপি নেতা?‌ মালবাজারের তুরিবাড়ি পাথরঝোরা চা–বাগানে যান দিলীপ ঘোষ। সেখানে চা শ্রমিকদের নানা সমস্যা নিয়ে কথা বলেন তিনি। ওখানের একটি মন্দিরে পুজো দেন দিলীপ ঘোষ। চা–বাগানের শ্রমিকদের সঙ্গে জনসংযোগ করেন তিনি। আজ, বুধবার থেকে ডুয়ার্সের লাটাগুড়িতে একটি বেসরকারি রিসর্টে শুরু হচ্ছে দু’‌দিনের প্রশিক্ষণ শিবির। সেখানে তিনজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তিনিও উপস্থিত থাকবেন।

বন্ধ করুন