রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ৮ জুলাই রাজ্যের ২২টি জেলায় নির্বাচন হবে এক দফাতেই। এমনটাই জানিয়েছেন নয়া রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। আর দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট জেলাগুলিতে চালু হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। আজ, শুক্রবার প্রত্যেক জেলাশাসকের সঙ্গে নির্বাচনী ইস্যুতে ভার্চুয়াল বৈঠক করবেন নয়া নির্বাচন কমিশনার। সূত্রের খবর, আগামী সোমবার সর্বদল বৈঠক হতে পারে। আর এই আবহেই হুঁশিয়ারি দিয়ে বসলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। আজ, শুক্রবার থেকেই শুরু হচ্ছে মনোনয়ন পেশ।
এদিকে তিনি আজ মুর্শিদাবাদে এসেছেন। আর সেখানেই নিজস্ব মেজাজে ধরা দেন তিনি। এদিন সকালে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ। সেখানেই পঞ্চায়েত নির্বাচন এবং মনোনয়ন নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আজ শুক্রবার নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ হবে। ঠিক সেই মুহূর্ত থেকে শুরু হয়ে যাবে মনোনয়নপত্র জমা। যা চলবে ১৫ জুন পর্যন্ত। এখানে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমার বিষয়ে দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন, তাঁরা নির্বাচনের জন্য প্রস্তুত।
ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ? অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করার দাবি তুলেছেন দিলীপ ঘোষ। তিনি মনে করেন স্থানীয় স্তরের নির্বাচনে সন্ত্রাস হয়। তাই কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। এই বিষয়ে মেদিনীপুরের সাংসদ এদিন দিলীপ ঘোষ বলেন, ‘প্রথম মনোনয়ন আমরাই জমা দেব। কেউ আটকাতে এলে তাঁর হিসেব হবে।’ অর্থাৎ সরাসরি সংঘর্ষের ইঙ্গিত দিয়ে রাখলেন। যা নিয়ে এখন বিস্তর বিতর্ক দেখা দিয়েছে।
আর কী জানা যাচ্ছে? আজ শুক্রবার সকাল থেকেই জেলায় শুরু হয়েছে মনোনয়ন পেশ। জোরকদমে চলছে দেওয়াল লিখনও। রবিবার ছাড়া প্রত্যেক দিন বেলা ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। তবে অনলাইনে মনোনয়ন নেওয়া হবে না। ১৭ জুন স্ক্রুটিনির তারিখ ধার্য করা হয়েছে। প্রত্যাহার করা যাবে ২০ জুন পর্যন্ত। মনোনয়ন যেখানে জমা নেওয়া হবে তার ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। ৮ জুলাই ভোট হলেও ১১ জুলাই ভোটগণনা হতে পারে। কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ভোট করার দাবি তুলেছেন বিরোধীরা। সেই দাবিতেই এবার আদালতে গিয়েছেন অধীর চৌধুরী। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলেন, ‘এদিন থেকেই রাজ্যে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাচ্ছে। ফলে নিয়ম অনুযায়ী রাত ১০টা থেকে সকাল ৮ পর্যন্ত মিটিং মিছিল করা যাবে না।’