আজ, শুক্রবার হঠাৎ বর্ষীয়ান কংগ্রেস নেতা আবদুল মান্নানের বাড়িতে হাজির হলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। প্রতিপক্ষ দুই রাজনীতিবিদ হঠাৎ একসঙ্গে দেখা করার পর জেলার রাজনীতিতে গুঞ্জন তৈরি হয়েছে। একসময় আবদুল মান্নান নিজেই বিরোধী দলনেতা ছিলেন। রাজ্য–রাজনীতিতে তাঁর বিশাল অভিজ্ঞতা। সেখানে পঞ্চায়েত নির্বাচনের আগে এই সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ। তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়েছে।
কেন হঠাৎ মান্নান সকাশে দিলীপ? জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এই প্রবীণ কংগ্রেস নেতা। সেই খবর জানতে পেরে বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ তাঁর শেওড়াফুলির বাড়িতে দেখা করতে যান। আজ, শুক্রবার ব্যান্ডেলে বিজেপির প্রদেশ পদাধিকারীদের নিয়ে বৈঠক ছিল। সেখান থেকেই আবদুল মান্নানের বাড়িতে যান দিলীপ ঘোষ। সেখানে তাঁদের মধ্যে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
আর কী জানা যাচ্ছে? ২০১৬–২১ রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন চাঁপদানী বিধানসভার প্রাক্তন বিধায়ক আবদুল মান্নান। ২০১৬–১৯ পর্যন্ত বিধায়ক ছিলেন দিলীপ ঘোষ। বিধানসভায় তাদের দেখা হতো। কথা হতো। ২০১৯ সালে মেদিনীপুর থেকে সাংসদ হন দিলীপ ঘোষ। বিধানসভায় আর দেখা হতো না তাঁদের। দু’জনের এই সাক্ষাৎ নেহাতই সৌজন্যমূলক বলে দাবি তাঁদের।
কী কথা হল তাঁদের মধ্যে? সূত্রের খবর, বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। সেখানে জেলার রাজনীতিতে দু’পক্ষের বৈঠক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। পঞ্চায়েত নির্বাচন নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। তবে যেখানে কংগ্রেস মুক্ত ভারত গড়তে ডাক দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি কংগ্রেস নেতার বাড়ি গিয়ে দেখা করার ঘটনা সবাইকে ভাবিয়ে তুলেছে। এমনকী আবদুল মান্নানকে একটি শাল উপহার দিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘রাজনৈতিকভাবে আবদুল মান্নান আমার মাস্টারমশাই।’