এই ঘটনায় আবার সংবাদ শিরোনামে উঠে এল কাঁথির শান্তিকুঞ্জ। কারণ শুক্রবার এখানেই মধ্যাহ্নভোজ সরালেন দিলীপ ঘোষ। শিশির অধিকারী এখনও খাতায়–কলমে তৃণমূল কংগ্রেস সাংসদ। দিব্যেন্দু অধিকারীও তৃণমূল কংগ্রেসের সাংসদ। শুভেন্দু আর সৌমেন্দু বিজেপিতে।
সকালে তিনি এগরায় আসেন। আজ, আদালতে হাজির হওয়ার বিষয় ছিল। সেখানে তিনি গিয়েছিলেন। তার পর তিনি হাজির হন শিশির অধিকারীর সাংসদ অফিসে। সেখানে বিজেপির জেলার নেতাদের নিয়ে বৈঠক করেন। তারপর শিশির অধিকারীর বাড়িতে গিয়ে মধ্যাহ্নভোজ সারলেন তিনি। হ্যাঁ, তিনি বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ।
ঠিক কী ঘটেছে শুভেন্দুর বাড়িতে? এই ঘটনায় আবার সংবাদ শিরোনামে উঠে এল কাঁথির শান্তিকুঞ্জ। কারণ শুক্রবার এখানেই মধ্যাহ্নভোজ সরালেন দিলীপ ঘোষ। শিশির অধিকারী এখনও খাতায়–কলমে তৃণমূল কংগ্রেস সাংসদ। দিব্যেন্দু অধিকারীও তৃণমূল কংগ্রেসের সাংসদ। শুভেন্দু আর সৌমেন্দু বিজেপিতে। এই পরিস্থিতিতে তাঁদের বাড়িতে এসে বিজেপি সাংসদের মধ্যাহ্নভোজ বেশ তাৎপর্যপূর্ণ।