বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mongol Pandey: তিনদিনের উত্তরবঙ্গ সফরে মঙ্গল পাণ্ডে, বিজেপি পর্যবেক্ষক হঠাৎ কেন আসছেন?

Mongol Pandey: তিনদিনের উত্তরবঙ্গ সফরে মঙ্গল পাণ্ডে, বিজেপি পর্যবেক্ষক হঠাৎ কেন আসছেন?

বঙ্গ–বিজেপির পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে। (Photo by Santosh Kumar/ Hindustan Times)

শিলিগুড়ি থেকে পাহাড়ে গিয়ে বৈঠক করবেন মঙ্গল পাণ্ডে। তবে শিলিগুড়িতেও কর্মীদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে তাঁর। কোচবিহারে সংগঠন এখন আগের মতো নেই। তা অনেকটা ভেঙে পড়েছে। তাই সেটাকে সাজিয়ে শক্তিশালী করে তোলা এবং পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হলে সেখানেও জয় সুনিশ্চিত করতে মঙ্গল পাণ্ডের এই সফর।

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে তিনদিনের উত্তরবঙ্গ সফরে আসছেন বঙ্গ–বিজেপির পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে। আজ, শুক্রবার কোচবিহারে যাচ্ছেন বিজেপির এই পর্যবেক্ষক। শনিবার তিনি শিলিগুড়ি যাবেন। উত্তরবঙ্গে বিজেপির সংগঠন শক্তিশালী বলে নেতারা দাবি করে থাকেন। কিন্তু এখন পরিস্থিতি রোজ বদলে যাচ্ছে। তাই সরেজমিনে সংগঠনের ভিত কতটা মজবুত আছে সেটা দেখতেই এই সফর বলে সূত্রের খবর।

আর কোথায় যাবেন মঙ্গল পাণ্ডে?‌ বিজেপি সূত্রে খবর, শিলিগুড়ি থেকে পাহাড়ে গিয়ে বৈঠক করবেন মঙ্গল পাণ্ডে। তবে শিলিগুড়িতেও কর্মীদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে তাঁর। কোচবিহারে সংগঠন এখন আগের মতো নেই। তা অনেকটা ভেঙে পড়েছে। তাই সেটাকে সাজিয়ে শক্তিশালী করে তোলা এবং পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হলে সেখানেও জয় সুনিশ্চিত করতে মঙ্গল পাণ্ডের এই সফর। তাছাড়া দলের রণকৌশল নির্ধারণ করে কর্মীদের পাঠ দেবেন তিনি।

হঠাৎ কেন শিলিগুড়িতে বৈঠক? সূত্রের খবর, শিলিগুড়িতে গোষ্ঠীদ্বন্দ্ব ব্যাপক আকার নিয়েছে। সেই বিরোধ মেটাতেই শিলিগুড়িতে বৈঠক করতে আসছেন মঙ্গল পাণ্ডে। বিজেপি রাজ্য সম্পাদক শঙ্কর ঘোষ বনাম জেলা সভাপতি আনন্দ বর্মণের লড়াই এখন যে পর্যায়ে পৌঁছেছে তাতে মুখ দেখাদেখি নেই। এই পরিস্থিতি নিয়ে সংগঠন কখনই শক্তিশালী হওয়া সম্ভব নয়। বরং তাতে নির্বাচনে প্রভাব পড়বে। তাছাড়া পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। তার ফায়দা নিয়ে দার্জিলিং লোকসভা আসনের জয় এবং পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হলে সেখানে জয় পেতেই ঘুঁটি সাজাবেন তিনি।

আর কী জানা যাচ্ছে?‌ গতবছর অগস্ট মাসে সুনীল বনসলকে বঙ্গ–বিজেপির ভাঙা সংগঠন গড়ে তুলতে পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করেছিল বিজেপি। তবে একমাসের মধ্যে আবার বদল করা হয়। আর সেপ্টেম্বর মাসেই বাংলার পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত হন মঙ্গল পাণ্ডে। তিনি বিহারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন। এবারের পঞ্চায়েত নির্বাচন হচ্ছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সেমিফাইনাল। এখন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই পঞ্চায়েতের ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। ইতিমধ্যেই একটি রিপোর্ট গিয়েছে জেপি নড্ডার কাছে। তার জেরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিটিং এমপি’‌র আসন বদল করা হবে বলে সূত্রের খবর।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন