বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > BJP on Akhil Giri: ‘ক্ষমা চাইতে হবে অখিল গিরিকে’, রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য ইস্যুতে থানায় BJP

BJP on Akhil Giri: ‘ক্ষমা চাইতে হবে অখিল গিরিকে’, রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য ইস্যুতে থানায় BJP

অখিল গিরি 

সৌমিত্র খাঁয়ের কথায়, ‘রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে। অখিল গিরির মন্তব্য আদতে গণতন্ত্রের অপমান। এই ধরনের জঘন্য মন্তব্যের জন্য অখিলের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।’

রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যের জেরে এবার পুলিশের দ্বারস্থ হল বিজেপি। অখিলের গ্রেফতারি ও মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবি তুলে ইতিমধ্যেই পথে নেমেছে বিজেপি। এরই মাঝে আজ নন্দীগ্রাম থানায় অখিলের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে। এদিকে অখিল গিরির বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে চিঠি দিয়েছেন সৌমিত্র খাঁ। তাঁর কথায়, ‘রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে। অখিল গিরির মন্তব্য আদতে গণতন্ত্রের অপমান। এই ধরনের জঘন্য মন্তব্যের জন্য অখিলের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।’

উল্লেখ্য, অখিল গিরি বলছিলেন, ‘আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?’ প্রসঙ্গত, এর আগে অখিল গিরিকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘দাঁত ফোকলা হাফ মন্ত্রী। কাকের মতো দেখতে। এসব লোকের কথার উত্তর দিই না।’ সেই পরিপ্রেক্ষিতেই অখিল গিরির এই মন্তব্য করেন।

এদিকে এই বিষয়ে অখিল গিরি বলেন,‘আমি রাষ্ট্রপতিকে কোনও কটাক্ষ করিনি। আমি একটা উদাহরণস্বরূপ বলেছি। আমিও সংবিধানের লোক। আমি এও বলেছি রাষ্ট্রপতিকে আমি সম্মান করি।’ অখিল গিরি সাফাই দিতে গিয়ে আরও বলেন,‘শুভেন্দু অধিকারী তো বলেছেন আমাকে কাকের মতো দেখতে,হাফ মন্ত্রী ইত্যাদি। দেখতে খারাপ হওয়ার সঙ্গে তো মন্ত্রী পদের কোনও যোগ নেই। রাষ্ট্রপতিকে নিয়ে যা বলেছিলাম তা ক্রোধের বশে বেরিয়ে এসেছে। সাংবিধানিক প্রধানকে আমি কটাক্ষ করতে পারি না।’

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন