পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে বেলুড় মঠে গেলেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। বৃহস্পতিবার বেলা ১০টা নাগাদ বেলুড় মঠে প্রবেশ করেন তিনি। বেশ কিছুক্ষণ ঘুরে দেখেন মঠ প্রাঙ্গন। কথা বলেন মহারাজদের সঙ্গে। এদিনের সফরে তাঁর সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অমিত মালব্যরা।
এদিন সকালে সদলবদলে বেলুড় মঠ পৌঁছন নড্ডা। তাঁকে স্বাগত জানানোর আগে থেকেই তৈরি ছিলেন মঠের মহারাজরা। মঠের মূল মন্দির থেকে গোটা মঠ প্রাঙ্গন ঘুরে দেখেন তিনি। পুজো দেন মূল মন্দিরে। ঘুরে দেখেন মঠের সংগ্রহালয়। এদিন নড্ডার সফর ঘিরে বেলুড় মঠে ছিল চরম তৎপরতা। মঠ প্রাঙ্গন দর্শনের পর মহারাজদের সঙ্গে দেখা করেন তিনি। তাঁদের আশীর্বাদ নিয়ে ফেরেন কলকাতায়।
বেলুড় মঠ সফর শেষে নড্ডা বলেন, এখানে এসে মনে অন্যরকম প্রশান্তি হল। আমার সৌভাগ্য যে আমি এই মঠে আসতে পেরেছি। এখান থেকে মানবসেবার নতুন প্রেরণা নিয়ে যাচ্ছি।