বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 'মোদী-শাহের বিরুদ্ধে কুৎসা রটনা', নাটক বন্ধ করলেন বিজেপি নেতা–কর্মীরা

'মোদী-শাহের বিরুদ্ধে কুৎসা রটনা', নাটক বন্ধ করলেন বিজেপি নেতা–কর্মীরা

বিজেপি–র দলীয় পতাকা। ফাইল ছবি

তাদের রক্তচক্ষু দেখে কলাকুশলীরা কার্যত পালিয়ে গেলেন।

রাজ্যে শুরু হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচন। প্রথম দফা শেষ হয়েছে। আর দ্বিতীয় দফা শুরু হতে দু’‌দিন বাকি। এই পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে কুৎসা করার অভিযোগ তুলে একটি নাটক মাঝপথে বন্ধ করে দিলেন বিজেপির নেতা–কর্মীরা। আর তাতে বেজায় ভয় পেলেন অভিনেতা–অভিনেত্রীরা। কারণ তাদের রক্তচক্ষু দেখে কলাকুশলীরা কার্যত পালিয়ে গেলেন। শনিবার এমনই বেনজির ঘটনার অভিযোগ উঠল বাসন্তীতে।

এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই জোর শোরগোল পড়ে গিয়েছে। স্থানীয় সূত্রের খবর, সুন্দরবনের ম্যানগ্রোভ থিয়েটার সেন্টারে বাসন্তীতে থিয়েটার সেন্টার লাগোয়া মাঠে নাটক করতে গিয়েছিল ‘জনগণমন’ নামে একটি সংগঠন। আর নাটকের নাম ছিল— ‘ইঁদুরকল’। মঞ্চের চারপাশে সিএএ–এনআরসি, নয়া কৃষি আইন বিরোধী পোস্টার লাগানো ছিল। অভিযোগ, নাটক শুরুর আগে বিজেপি নেতা এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য অরবিন্দ হালদার ও এলাকার একটি ক্লাবের সদস্যরা সেখানে চড়াও হন। ওই পোস্টার, ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়। এই রুদ্রমূর্তি দেখে থরহরিকম্প অবস্থা হয় কলাকুশলীদের।

তারপরও কোনওরকমে নাটক শুরু হয়। অভিযোগ, নাটক এগোতেই ফের ওই যুবকদের হুমকি শুরু হয়। নাটকের গানে নরেন্দ্র মোদী, অমিত শাহের বিরুদ্ধে কুৎসার অভিযোগ তুলে তারা মারমুখী হয়। এমনকী নাট্যকর্মীদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ভয়ে নাটক বন্ধ করে পালিয়ে যান নাট্যকর্মীরা। দর্শকরাও আতঙ্কিত হয়ে পড়েন। প্রাণে বাঁচতে নাট্যকর্মীরা স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নেন। সেখানে কয়েকজন মহিলাও ছিলেন।

এই বিষয়ে রবিবার নাট্যকর্মী শুভঙ্কর দাশশর্মা বলেন, ‘এই ধরনের নাটক পশ্চিমবঙ্গের কোথাও করা যাবে না বলে হুমকি দেওয়া হয়।’ আর একজন নাট্যকর্মী অমিত সাহা বলেন, ‘ভয়ে থানায় যাওয়ারও সাহস পাইনি।’ পঞ্চায়েত সদস্য অরবিন্দ হালদার যুক্তি দিয়েছেন, ‘নাটকের নামে বিজেপি বিরোধী প্রচার করেন ওঁরা? নাটকে নরেন্দ্র মোদী, অমিত শাহের বিরুদ্ধে কুৎসা রটনা হচ্ছিল। তাই গ্রামবাসীরা একজোট হয়ে বাধা দিয়েছেন।’

বাংলার মুখ খবর

Latest News

স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.