বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > শুভেন্দু অধিকারীর সভার আগেই ভাঙন, বিজেপি ছেড়ে ৩০০ কর্মী তৃণমূলে যোগ উলুবেড়িয়ায়

শুভেন্দু অধিকারীর সভার আগেই ভাঙন, বিজেপি ছেড়ে ৩০০ কর্মী তৃণমূলে যোগ উলুবেড়িয়ায়

বিজেপির একাধিক নেতা–সহ প্রায় ৩০০ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

এদিন শরৎ ও ওড়ফুলি অঞ্চলের একাধিক বিজেপি নেতা ছাড়াও বুথ স্তরের বিজেপি নেতা এবং কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বিজেপি এখানে ২১ জুলাই পাল্টা জনসভা করার কথা ছিল। কিন্তু তার আগেই বিজেপি ছেড়ে নেতা–কর্মীরা তৃণমূল কংগ্রেসে চলে এলেন।

হাতে আর দু’‌দিন। তারপরই তৃণমূল কংগ্রেসের হাইভোল্টেজ শহিদ সমাবেশ। তার জন্য প্রস্তুতি চলছে জোর কদমে। ওই দিনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উলুবেড়িয়ায় বিজেপির জনসভা করার কথা রয়েছে। আর তার আগেই হাওড়া গ্রামীণ জেলা বিজেপিতে ভাঙন ধরিয়ে দিল তৃণমূল কংগ্রেস। এখানের নেতা–কর্মীরা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

ঠিক কী ঘটেছে উলুবেরিয়ায়?‌ স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় বাগনান বিধানসভার দেউলটিতে একুশে জুলাইয়ে প্রস্তুতি সভা করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বিজেপির একাধিক নেতা–সহ প্রায় ৩০০ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এই কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগনানের বিধায়ক অরণাভ সেন।

ঠিক কী বলছে তৃণমূল কংগ্রেস?‌ তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এদিন শরৎ ও ওড়ফুলি অঞ্চলের একাধিক বিজেপি নেতা ছাড়াও বুথ স্তরের বিজেপি নেতা এবং কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বিজেপি এখানে ২১ জুলাই পাল্টা জনসভা করার কথা ছিল। কিন্তু তার আগেই বিজেপি ছেড়ে নেতা–কর্মীরা তৃণমূল কংগ্রেসে চলে এলেন। ফলে সেই সভা ফ্লপ হতে চলেছে।

ঠিক কী বলছেন বিধায়ক?‌ এই যোগদানের বিষয়ে বাগনানের বিধায়ক অরুণাভ সেন বলেন, ‘যাঁরা ভুল বুঝে ‌বিজেপিতে গিয়েছিলেন তাঁরা ভুল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন। বিরোধী দলনেতা একজন জোকার। ওঁর সর্ম্পকে যত কম কথা বলা যায় তত মঙ্গল। উলুবেড়িয়াতে বিজেপি দলটাই নেই, সেখানে জনসভা করে কী হবে।’‌

বাংলার মুখ খবর

Latest News

ক্যানসারের ওষুধে, নিমকিতে কমছে জিএসটি, স্বাস্থ্য বিমা নিয়ে সিদ্ধান্ত কবে? মুম্বই থেকে সোজা লন্ডনে ছুট! রাস্তায় ছেলে কোলে অনুষ্কা, পাশে বিরাট, ব্যাপারটা কী বাবরদের চুনকাম করে ভারতে আসছে বাংলাদেশ, কেন সতর্ক থাকতে হবে, স্পষ্ট জানালেন গিল আগামিকাল ১০ সেপ্টেম্বরের রাশিফল আজই দেখে নিন! মেষ থেকে মীনের মধ্যে লাকি কারা? সোমবারের বহু প্রতীক্ষিত 'সুপ্রিম শুনানি'র পর আরজি কর-এ কোন সুর দিল্লিতে বাজি তৈরি, বিক্রি, ব্যবহার নিষিদ্ধ ১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত, কেন জানেন? 'টাকার কথা বলিনি' মিথ্যেবাদী মুখ্য়মন্ত্রী, মমতার ভিডিয়োতে প্রমাণ দিলেন শুভেন্দু 'আমার বাড়িতে তো আর পুজোর আলো জ্বলবে না', মমতার ‘উৎসবে ফেরা’-র ডাক শুনে বললেন মা ‘আমাদের আন্দোলনকে অসম্মান করা…কথাগুলো কষ্টের’, মমতার ‘উৎসব’ বার্তায় হতাশ কিঞ্জল বাপ্পার পছন্দের মোদক নয়, বাংলায় গণেশের জন্য বানানো হল ৫০০ কিলোর লাড্ডু!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.