বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ভোটের আগে 'হাওয়া' বুঝতেই ভুল? হারের কারণ পর্যালোচনায় বৈঠকে বিজেপি, থাকবেন নড্ডা

ভোটের আগে 'হাওয়া' বুঝতেই ভুল? হারের কারণ পর্যালোচনায় বৈঠকে বিজেপি, থাকবেন নড্ডা

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ফাইল ছবি সৌজন্য : পিটিআই (PTI)

‌রাজ্যে বিধানসভা ভোটে বিজেপির হারের কারণ কী, সে বিষয়ে পর্যালোচনা করতে এবার বৈঠক করবেন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতারা। আগামী ২৯ জুন কলকাতায় এই বৈঠক হওয়ার কথা। এই বৈঠকে হাজির থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ভার্চুয়ালি বৈঠকে হাজির হবেন তিনি। বিজেপি সূত্রে খবর, জেলা স্তর এমনকী বুথ স্তর থেকে রিপোর্ট নিয়ে হারের প্রকৃত কারণ খুঁজে বের করাই এই বৈঠকের প্রধান লক্ষ্য। পাশাপাশি আসন্ন বৈঠকে বিজেপিতে সাংগঠনিক রদবদল নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, নির্বাচনের আগে দলের বিভিন্ন জনসভা, মিছিলে মানুষ আসছিলেন। বিজেপির পক্ষে হাওয়া ছিল। কিন্তু তারপরেও কেন আশানুরূপ ফল হল না, সেই বিষয়টি খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। একইসঙ্গে দিলীপ জানান, রাজ্য নেতা ও জেলা সভাপতিদের সঙ্গে কেন্দ্রীয় নেতারা দুটি বৈঠক করলেও বিজেপির হারের কারণ নিয়ে এখনও কোনও পর্যালোচনা বৈঠক হয়নি। এই বিষয়ে জেলা সভাপতিরা কিছু বলতে গেলে তাঁদের বলা হয়েছিল, অন্য বৈঠকে এই বিষয়ে আলোচনা হবে। সেই মতো আগামী ২৯ জুন রাজ্য কার্যবিবরণী বৈঠক হতে চলেছে। সেই বৈঠকে দলের এই বিপর্যয়ের কারণ পর্যালোচনা ও দলের ভিতরকার ক্ষোভ বেরিয়ে আসতে পারে। বিজেপির সর্বভারতীয় সভাপতির সামনেই জেলা সভাপতিরা তাঁদের বক্তব্য জানাতে পারবেন।

বিজেপি সূত্রে খবর, আসন্ন বৈঠকে বিজেপির জেলা সভাপতিরা তাঁদের নিজেদের জেলার রিপোর্টে হারের কারণ তুলে ধরতে পারেন। হারের কারণ হিসাবে বেশ কিছু বিষয় উঠে আসতে পারে। দলবদলুদেরকে নিয়ে যে আদৌ বিজেপির নির্বাচনে লাভ হয়নি, সেকথা উঠে আসতে পারে। পাশাপাশি দলে নতুনদের প্রাধান্য দেওয়ার ফলে নতুন কর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। ফলে তার প্রতিফলন ঘটেছে ইভিএমে। একইসঙ্গে প্রার্থী নির্বাচনকে নিয়েও দলের মধ্য থেকে ক্ষোভ বেরিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

বাংলার মুখ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল শুক্র ৪ জেলায় প্রবল বৃষ্টি, ভারী বর্ষণ চলবে আরও ১০টিতে, বিশ্বকর্মা পুজোয় কী হবে? 4,4,6,6,6,4,6,4: টানা আট বলে চার-ছক্কা, স্যাম কারানকে মেরে ভূত ভাগালেন ট্র্যাভিস 'দরজা ভেঙে ঘুমন্ত কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ', দাবি দীপ্সিতার, কেন? ৪৫ রানে অল-আউট থেকে শেষ বলের থ্রিলারে জয়, ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস আইরিশদের একটা সময় ৩ শিফটে ৩ টে ছবির কাজ করেছেন অমিতাভ! KBC-তে বললেন, ‘টানা ২৩ ঘণ্টা…’ SRK-কে দেখার আশায় মন্নতের সামনে ৩৫দিন অপেক্ষারত ১ব্যক্তি!ভক্তকে দেখা দিলেন কিং? রাজেশ খান্নার সঙ্গে একটা সময়ের পর আর কাজ করা যেত না! দাবি জাভেদ আখতারের মোদীর সমালোচনা করায় ইস্তফা মলদ্বীপের দুই মন্ত্রীর, ভারত সফরে আসবেন মুইজ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.