ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই মহারণ। খেলার মাঠ ছাড়িয়ে এই ম্যাচের উত্তাপ গিয়ে পড়ে দুই দেশের মানুষের জীবনের বহু ক্ষেত্রে। আর খেলা থেকে নিজেদের দূরে রাখতে পারেন না রাজনীতিবিদরাও। আর সেই টানেই গতকাল ভারত-পাক ম্যাচ দেখতে দুবাই পৌঁছেছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। একেবারে স্টেডিয়ামে না পৌঁছতে পারলেও ম্যাচ দেখেছেন বা স্কোরের উপর নজর রেখেছেন আরও অনেক রাজনীতিবিদও। খেলা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ থেকে সুব্রহ্মণ্যম স্বামী।
এদিন সকালে ইকোপার্কে মর্নিং ওয়াকে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। সেখানে গতরাতের ম্যাচ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'ভারতের মানুষরা খুব কষ্ট পেয়েছেন। কারণ আমরা বিশ্বকাপে প্রতিবার পাকিস্তানের বিরুদ্ধে জিততাম। ক্রিকেট তো... অনেক কিছউই হতে পারে। তবে এই ধরনের হার কেউ মেনে নিতে পারেনি।'
এদিকে ম্যাচ শেষে কংগ্রেস নেতা শশী থারুর বলেন, 'দুবাই ক্রিকেট স্টেডিয়ামে একটি উদ্বেগজনক সন্ধ্যায় কয়েকটি আনন্দদায়ক মুহূর্ত পেলাম বটে। তবে ভারতকে গত পঞ্চাশ বছরে এভাবে কখনও হারতে দেখিনি আমি।'
এদিকে সুব্রহ্মণ্যম স্বামী টুইট করে লেখেন, 'আমি মনে করি ২০২১ সালে বিসিসিআই-এর সিদ্ধান্ত গ্রহণকারীদেরকে বুদ্ধু উপাধি দেওয়া উচিত।' তিনি আরও লেখেন, 'আমি টুইট করে বলেছিলাম যে আমাদের পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিত হবে না - এটি একটি সন্ত্রাসী রাষ্ট্র, প্রতিদিন নিরীহ নাগরিকদের হত্যা করে তারা।'