বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Contai blast: কাঁথিতে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, এনআইএ তদন্তের দাবি বিজেপির

Contai blast: কাঁথিতে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, এনআইএ তদন্তের দাবি বিজেপির

তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ার ফলেই বিস্ফোরণ ঘটেছিল। বোমা মজুদা রাখার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর পাল্টা অভিযোগ, তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য বিজেপি এরকম মিথ্যা কথা ছড়াচ্ছে। বিজেপির কাজ হল অভিযোগ করা। এরকম করে তারা তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। 

পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের পক্ষ থেকে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ বলে দাবি করা হলেও এটিকে বোমা ফেটে বিস্ফোরণ বলেই দাবি করেছে বিজেপি। পঞ্চায়েত ভোটের লক্ষ্যে সন্ত্রাস ছড়ানোর জন্যই বোমা মজুদ রাখা হয়েছিল বলে অভিযোগ বিজেপির। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে এনআইএ তদন্তের দাবি জানানো হয়েছে।

জানা গিয়েছে, গতকাল রাত ৯ টা নাগাদ কাঁথির তৃণমূল নেতা শেখ সুবলের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিকট শব্দ ছড়িয়ে পড়ে বহুদূর অবধি। এই ঘটনায় দুজন আহত হয়েছে বলেও জানা গিয়েছে। ঘটনা পরেই সেখানে পৌঁছয় কাঁথি থানার পুলিশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এ বিষয়ে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার-সহ সভাপতি অসীম মিশ্র জানিয়েছেন, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই এলাকা দখলের জন্য বিপুল পরিমাণে বোমা মজুদ রেখেছিল তৃণমূল নেতা। তাতে কোনওভাবে বিস্ফোরণ ঘটেছে।

যদিও এ কথা অস্বীকার করে তৃণমূল নেতা বলেন, বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ার ফলেই বিস্ফোরণ ঘটেছিল। বোমা মজুদা রাখার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর পাল্টা অভিযোগ, তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য বিজেপি এরকম মিথ্যা কথা ছড়াচ্ছে। বিজেপির কাজ হল অভিযোগ করা। এরকম করে তারা তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। পাল্টা তিনি বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ করেছেন।

অন্যদিকে, তৃণমূল নেতা এই ঘটনাকে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ বলে দাবি করলেও তা মানতে নারাজ বিজেপি। এর আগে খেজুরিতে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছিল বলে দাবি করা হয়েছিল। তবে এনআইএ তদন্তের পরেই জানা যায় সেখানে বোমা বিস্ফোরণ হয়েছিল। সুতরাং এক্ষেত্রে তদন্তের প্রয়োজন বলেই দাবি বিজেপির। এ নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। তৃণমূলের জেলা সভাপতি তরুণ মাইতি বলেন, বিজেপি তৃণমূলের অপপ্রচার চালাচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণকে বোমা বিস্ফোরণ বলে দাবি করছে। তাছাড়া পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে।

বন্ধ করুন